ধূপগুড়িতে এসআইআর আতঙ্কে মৃত্যু আশি বছরের বৃদ্ধের, মানতে নারাজ বিজেপি
- আপডেট : ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার
- / 81
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে রাজ্যে ফের ছায়া পড়ল আতঙ্কের। ধূপগুড়ির বারোঘরিয়া এলাকার ১৭০ নম্বর বুথে ৮০ বছরের লালুরাম বর্মন নামে এক বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বিকেলে তাঁর বাড়িতে ভোটার তালিকার কাজ করতে যান বুথ লেভেল অফিসার (বিএলও)। সেই সময়ই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
পরিবারের দাবি, বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা লালুরামের নাম ভোটার তালিকায় ছিল না, আর এসআইআর শুরু হওয়ার পর থেকেই তিনি চরম মানসিক চাপে ছিলেন। বিএলও বাড়িতে আসার খবর শুনে ভয়েই হৃদরোগে আক্রান্ত হন।
তবে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের জেলা নেতা ঈশ্বরচন্দ্র রায় বলেছেন, “এটা কাকতালীয় ঘটনা। লালুরামবাবু দীর্ঘদিন অসুস্থ ছিলেন, মৃত্যুর সঙ্গে এসআইআরের কোনও সম্পর্ক নেই।” কিন্তু স্থানীয়দের মতে, বৃদ্ধের মৃত্যু এসআইআর আতঙ্কেরই করুণ প্রতিফলন।





























