‘SIR হলেও অন্তত ১টি আসন বাড়াব, বিজেপিকে নামাব ৫০-এ’, চ্যালেঞ্জ অভিষেকের
- আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 96
পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘোষণা ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বলেন, “বিজেপি বলছে SIR হলে তৃণমূল হেরে যাবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, SIR হলেও ২০২৬-এ ২০২১-এর থেকে কমপক্ষে একটি আসন বেশি পাবো। বিজেপিকে নামাব ৫০-এ। সাহস থাকলে ওরা এই চ্যালেঞ্জ গ্রহণ করুক।” অভিষেক আরও বলেন, “বিজেপির নেতারা অন্তত একবার বলুন— যদি ২০২৬-এ হারেন, তবে রাজ্যের দুই লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র ছেড়ে দেবে।” তিনি অভিযোগ করেন, পানিহাটির বাসিন্দা প্রদীপ কর আত্মহত্যা করেছেন SIR ও NRC-র আতঙ্কে। তার প্রশ্ন “আর কত রক্ত চাই জ্ঞানেশ কুমার, অমিত শাহ?”














































