এসআইআর ঘিরে বাড়ছে সাইবার প্রতারণা, সতর্ক করল কমিশন ও পুলিশ
- আপডেট : ৮ নভেম্বর ২০২৫, শনিবার
- / 96
দেশজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। ইতিমধ্যে বহু বাড়িতে পৌঁছে গিয়েছেন বুথ লেভেল অফিসাররা (BLO)। কেউ অনলাইনে ফর্ম ফিলআপের প্রস্তুতি নিচ্ছেন, কেউ আবার প্রয়োজনীয় নথি জোগাড়ে ব্যস্ত। এই সুযোগকেই কাজে লাগাচ্ছে সাইবার প্রতারকরা।
ভুয়ো লিঙ্ক পাঠিয়ে বা নির্বাচন কমিশনের নাম ভাঙিয়ে তাঁরা সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। বেহালায় এক মহিলার অ্যাকাউন্ট থেকে এভাবেই খোয়া গেছে ১৮ লক্ষ টাকা, অন্যদিকে মুর্শিদাবাদের এক ব্যক্তি ভোটার তালিকা থেকে নাম না কাটানোর নামে ১০ হাজার টাকা হারিয়েছেন।
পুলিশ ও কমিশনের পরামর্শ, কোনও অপরিচিত কল, মেসেজ বা ইমেলে আসা লিঙ্কে ক্লিক করবেন না। শুধু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করুন। সন্দেহ হলে নিকটবর্তী বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করুন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভয় না পেয়ে নিয়ম মেনে ফর্ম পূরণ করুন,এটাই নিরাপদ পথ।





























