নির্বাচনী জালিয়াতি রোধ করতে SIR জরুরি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 96
পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে বিজেপিকে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে শাসকদল তৃণমূল। কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এসআইআর-কে হাতিয়ার করে এনআরসি করার চক্রান্ত করা হচ্ছে।” এই আবহে বাংলায় এসআইআর নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সাক্ষাৎকারে তিনি বললেন, “বিহারে অনেকে একই কথা বলেছিলেন। সেখানে সবাই নথি জমা দিয়েছে। এবং নির্বাচনও হবে। বাংলাতেও তাই হবে।” বাংলায় বিধানসভা নির্বাচনের আগে যে বিশেষ নিবিড় সমীক্ষা হবে, তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে, ভোটের আগে বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। জাতীয় নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপে সেই জল্পনা আরও বেড়েছে।
এসআইআর নিয়ে সরব হওয়ার বিরোধীদের আক্রমণ করেন শাহ। বলেন, “দেশে এই প্রথম এসআইআর হচ্ছে না। ১৯৫৩ সালে এটা শুরু হয়। অর্থাৎ রাহুল গান্ধির ঠাকুরমার বাবার সময়ে এটা হয়েছে। এটা তাঁর ঠাকুরমার সময়ে হয়েছে। তাঁর বাবার সময়ে হয়েছে। তাঁর মায়ের সময়েও হয়েছে। এই সত্যটা হয়তো রাহুলকে কেউ বলেননি। ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর হয়। ১০, ১২ কিংবা ১৭ বছর পর অনেক ভোটারেরই হয়তো মৃত্যু হয়েছে। কাজের জন্য অন্য জায়গায় হয়তো অনেকে চলে গিয়েছেন। তাঁদের নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে।” স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, “ভোট ব্যাঙ্কে প্রভাব পড়বে বলেই বিরোধীরা সরব হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায়। সেখানে অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে।”