পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ অক্টোবর থেকে চলছে বিএলওদের প্রশিক্ষণ পর্ব, চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এই অবস্থায় এসআইআরকে কেন্দ্র করে সংগঠনকে আরও শক্ত করতে বিএলএ-সহ দলের সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার থেকেই তিনি দফায় দফায় প্রশিক্ষণ শুরু করবেন এবং শুক্রবার বিকেল সাড়ে ৪টায় একটি ভারচুয়াল বৈঠকে যোগ দেবেন প্রায় ৬ হাজার নেতা-কর্মী, সাংসদ, বিধায়ক ও মন্ত্রী। এসআইআরে বুথভিত্তিক কাজ কীভাবে হবে, তা নিজে বুঝিয়ে দেবেন অভিষেক।
তৃণমূল জানিয়েছে, প্রতিটি বুথে বিএলএ ২-র প্রস্তুতি সম্পূর্ণ। অভিজ্ঞ বুথ এজেন্ট ও স্থানীয় নেতা-কর্মীরাই থাকছেন দায়িত্বে। দলের বক্তব্য, “একজন বৈধ ভোটারের নামও বাদ না যায়”, এই লক্ষ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের দিকেও এটি নির্ণায়ক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।



















