২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
SIR-এ বাংলার ১ কোটি ভুয়ো ভোটার বাদ যাবে: শুভেন্দু
কিবরিয়া আনসারি
- আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 104
পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলায় এসআইআর কেউ আটকাতে পারবে না বলে ফের সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, ‘এসআইআর হলো ত্রুটিমুক্ত ভোটার তালিকা। যা আগেও হয়েছে। আমরা বলেছিলাম এসআইআর হবেই।’ একইসঙ্গে বিরোধী দলনেতার সংযোজন, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী বা ভারতীয় মুসলিম—সকলের নাম ভোটার তালিকায় থাকবে।
মঙ্গলবার হুগলির ভদ্রেশ্বরের সারদাপল্লির জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে শুভেন্দু দাবি করেন, “এসআইআর হলে অন্তত ১ কোটি ভুয়ো ভোটার বাংলা থেকে বাদ যাবে। এঁরা আর কেউ নন, রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিম। এসআইআর কেউ আটকাতে পারবে না। হিন্দু সমাজকে একসঙ্গে থাকার আবেদন জানাচ্ছি।”















































