টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি সিরাজের, নেমে গেলেন গিল

- আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার
- / 36
পুবের কলম ওয়েবডেস্ক : ওভাল টেস্টে দুরন্ত বোলিংয়ের ‘পুরস্কার’ পেলেন মুহাম্মদ সিরাজ। বুধবার আইসিসি প্রকাশিত টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ উঠে এলেন সিরাজ। বর্তমানে তিনি রয়েছেন ১৫ নম্বর স্থানে। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ওভাল জয়ের আর এক নায়ক প্রসিধ কৃষ্ণারও। ৮৬ নম্বর থেকে তিনি উঠে এলেন ৫৯-এ।
টেস্ট বোলারদের তালিকায় সবার ওপরে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরাহ। তিনি পেয়েছেন ৮৮৯ পয়েন্ট। ২ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার সংগ্রহে রয়েছে ৮৫১ পয়েন্ট। তিনে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (৮৩৮ পয়েন্ট)।
এ দিকে অবাক করা ঘটনা ঘটেছে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। ইংরেজদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭৫৪ রান করা ভারত অধিনায়ক শুভমান গিল চার ধাপ নেমে চলে এসেছেন ১৩ নম্বর স্থানে। গিলের সতীর্থ যশস্বী জয়সওয়াল অবশ্য উঠে এসেছেন পাঁচ নম্বরে। ঋষভ পন্থ রয়েছেন আট নম্বরে।
ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তিনি পেয়েছেন ৯০৮ পয়েন্ট। তারপরেই (২ নম্বর স্থানে) রয়েছেন রুটের সতীর্থ হ্যারি ব্রুক (৮৬৮ পয়েন্ট)। তিন নম্বর জায়গাটি দখল করেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (৮৫৮ পয়েন্ট)।
টেস্ট অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তিনি পেয়েছেন ৪০৫ পয়েন্ট। দুই ও তিন নম্বরে রয়েছেন যথাক্রকে বাংলাদেশের মেহদি হাসান মিরাজ (৩০৫ পয়েন্ট), এবং ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (২৯৫ পয়েন্ট)।