গোদাবরী নদীতে স্নান করতে গিয়ে ছয় শিশুর মর্মান্তিক মৃত্যু

- আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
- / 153
পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার সীমান্তবর্তী তেলেঙ্গানার মেদিগড্ডা জলাধারের কাছে গোদাবরী নদীতে স্নান করতে গিয়ে ছয় শিশু জলে ডুবে মারা যায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিরোঞ্চা তালুকের সীমান্তের কাছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সব শিশুই একসঙ্গে নদীতে স্নান করতে গিয়েছিল। কিন্তু নদীতে জলের প্রবল স্রোতের কারণে তারা একে একে ভেসে যায়। খবর পাওয়ার পরপরই পরিবারের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
তেলেঙ্গানা পুলিশের সহায়তায় স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা তৎক্ষণাৎ তল্লাশি অভিযান শুরু করে। রাতভর চলা এই অভিযানে শিশুদের খোঁজ মেলেনি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
বৃষ্টির কারণে নদীর জলস্তর দ্রুত বেড়ে গেছে এবং গোদাবরীর প্রবাহ অত্যন্ত দ্রুত হওয়ায় শিশুদের দেহ দূরে ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। নদীর তীরে জড়ো হওয়া মানুষজনও গভীর শোক প্রকাশ করেছেন। প্রশাসন জানিয়েছে, যত দ্রুত সম্ভব নিখোঁজ শিশুদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হবে।