মসজিদবাটী পঞ্চায়েত এলাকায় চালু হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট

- আপডেট : ২ জুন ২০২৫, সোমবার
- / 138
পুবের কলম ওয়েবডেস্ক: যত্রতত্র নোংরা ময়লা আবর্জনা থেকেই ডেঙ্গি,ম্যালিরিয়া সহ জীবাণু বাহিত রোগের আবির্ভাব হয়। যাতে স্বচ্ছ ও সুস্থ পরিবেশ গড়ে ওঠে সেই লক্ষ্যমাত্রা নিয়ে বাসন্তী ব্লকের মসজিদবাটী পঞ্চায়েত এলাকায় চালু হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (SWM PROJECT 2025)।সোমবার সকালে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনায় উপস্থিত ছিলেন বাসন্তীর জয়েন্ট বিডিও সামিম আহমেদ, আবদুল্লা আলি সেখ,মসজিদবাটী পঞ্চায়েত প্রধান গৌর সরদার, উপ প্রধান সুলতা সরদার,স্বেচ্ছাসেবী সংস্থা পানিখালি মালঞ্চ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মেহেদী হাসান সহ পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য, সচিব প্রমুখ।
এদিন সকাল থেকেই স্থানীয় বাজারের দোকানদারা সচেতন ভাবে পচনশীল আবর্জনা ও অপচনশীল আবর্জনা প্রকাশ্যে যত্রতত্র না ফেলে আলাদা আলাদা ডাস্ট বিনে ফেলে রাখেন।সেখান থেকে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা,ই কার্ট নিয়ে সংগ্রহ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট(SWM) ইউনিট এ নিয়ে যায়। এলাকার সাধারণ মানুষজন এমন উদ্যোগে খুশি।তাছাড়াও ডেঙ্গু, ম্যালেরিয়া প্রতিরোধে সহায়তা করবে বলে জানিয়েছেন তাঁরা।এছাড়াও রাস্তা ঘাট পরিষ্কার থাকবে, জৈব সার তৈরি হবে, জমিতে ব্যবহার করা যাবে। এলাকার কিছু বেকার যুবক-যুবতী কাজ পাবে।