০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জেল থেকে অহিংসার পথেই সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান সোনামের

আবুল খায়ের
  • আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার
  • / 79

পুবের কলম,ওয়েব ডেস্কঃ যোধপুর জেল থেকেই অহিংসার বার্তা দিয়েছেন সোনাম ওয়াংচক। বর্তমানে সোনমের ঠিকানা জোধপুরের কারাগার। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে বলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন জানিয়েছে। তাঁর গ্রেফতারি ‘বেআইনি’, এই দাবিতে নতুন করে আন্দোলন শুরু হয়েছে। শুধু তা-ই নয়, সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

সেই আবহে এ বার জেলে বসেই বার্তা দিলেন সোনম। শনিবার জেলে দেখা করতে যান তাঁর আইনজীবী এবং ভাই। তাঁদের মাধ্যমে সোনম লাদাখবাসীকে শান্তি এবং ঐক্য বজায় রাখার বার্তা দিয়েছেন। লাদাখবাসীর উদ্দেশে লেখা এক চিঠিতে সোনম বলেন, ‘‘আমি শারীরিক ও মানসিক ভাবে ভাল আছি। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে।’’পাশাপাশি তিনি বলেন, সকলেই উদ্বিগ্ন ছিলেন। তাঁরা প্রার্থনা করছিলেন। তার জন্য ধন্যবাদ।

আরও পড়ুন: সোনমের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে স্ত্রী

একইসঙ্গে তাঁর আহ্বান গান্ধীর অহিংসার পথে হেঁটে রাজ্যের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সোনাম ওয়াংচুক। পাশাপাশি, যারা আহত এবং গ্রেফতার হয়েছেন, তাঁদের জন্য প্রার্থনা করছেন বলেও জানিয়েছেন তিনি। যে চার আন্দোলনকরীর মৃত্যু হয়েছে, তার একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

যদি তা না হয়, তাহলে তিনি জেলে থাকতে প্রস্তুত, বলেও জানিয়েছেন সোনাম ওয়াংচুক। তিনি আরও জানিয়েছেন, লাদাখকে রাজ্যের মর্যাদার দাবি-সহ একাধিক ইস্যুতে তিনি লাদাখের জনগণের পাশে রয়েছেন। লাদাখে গণবিক্ষোভে’র ২ দিন পর আন্দোলনের প্রধান মুখ তথা পরিবেশকর্মী সোনমকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আন্দোলনকারীদের উসকানি এবং হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

আরও পড়ুন: আজ পঞ্চায়েত নির্বাচন, নির্বিঘ্নে ভোট করাতে লেহ্‌ থেকে বাহিনী আনল কমিশন

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেল থেকে অহিংসার পথেই সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান সোনামের

আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার

পুবের কলম,ওয়েব ডেস্কঃ যোধপুর জেল থেকেই অহিংসার বার্তা দিয়েছেন সোনাম ওয়াংচক। বর্তমানে সোনমের ঠিকানা জোধপুরের কারাগার। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে বলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন জানিয়েছে। তাঁর গ্রেফতারি ‘বেআইনি’, এই দাবিতে নতুন করে আন্দোলন শুরু হয়েছে। শুধু তা-ই নয়, সোনমের স্ত্রী গীতাঞ্জলি আংমো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

সেই আবহে এ বার জেলে বসেই বার্তা দিলেন সোনম। শনিবার জেলে দেখা করতে যান তাঁর আইনজীবী এবং ভাই। তাঁদের মাধ্যমে সোনম লাদাখবাসীকে শান্তি এবং ঐক্য বজায় রাখার বার্তা দিয়েছেন। লাদাখবাসীর উদ্দেশে লেখা এক চিঠিতে সোনম বলেন, ‘‘আমি শারীরিক ও মানসিক ভাবে ভাল আছি। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে।’’পাশাপাশি তিনি বলেন, সকলেই উদ্বিগ্ন ছিলেন। তাঁরা প্রার্থনা করছিলেন। তার জন্য ধন্যবাদ।

আরও পড়ুন: সোনমের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে স্ত্রী

একইসঙ্গে তাঁর আহ্বান গান্ধীর অহিংসার পথে হেঁটে রাজ্যের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সোনাম ওয়াংচুক। পাশাপাশি, যারা আহত এবং গ্রেফতার হয়েছেন, তাঁদের জন্য প্রার্থনা করছেন বলেও জানিয়েছেন তিনি। যে চার আন্দোলনকরীর মৃত্যু হয়েছে, তার একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

যদি তা না হয়, তাহলে তিনি জেলে থাকতে প্রস্তুত, বলেও জানিয়েছেন সোনাম ওয়াংচুক। তিনি আরও জানিয়েছেন, লাদাখকে রাজ্যের মর্যাদার দাবি-সহ একাধিক ইস্যুতে তিনি লাদাখের জনগণের পাশে রয়েছেন। লাদাখে গণবিক্ষোভে’র ২ দিন পর আন্দোলনের প্রধান মুখ তথা পরিবেশকর্মী সোনমকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আন্দোলনকারীদের উসকানি এবং হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

আরও পড়ুন: আজ পঞ্চায়েত নির্বাচন, নির্বিঘ্নে ভোট করাতে লেহ্‌ থেকে বাহিনী আনল কমিশন