Sourav Ganguly: নেতৃত্বের মঞ্চে আবার সৌরভ গাঙ্গুলী

- আপডেট : ২৪ অগাস্ট ২০২৫, রবিবার
- / 204
পুবের কলম ওয়েবডেস্ক : কোচ হচ্ছেন সৌরভ (Sourav Ganguly)। প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে দেখা যাবে সৌরভকে (Sourav Ganguly)।
🚨 BREAKING 🚨
Sourav Ganguly has been appointed as the Head Coach of Pretoria Capitals in SA20. 🏆#Cricket #SA20 #Ganguly #SouthAfrica pic.twitter.com/rgOqzJIht0 — Sportskeeda (@Sportskeeda) August 24, 2025
কোচ হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। এই সিজনে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বিসিসিআই সভাপতি সৌরভ। ২৫শে ডিসেম্বর থেক শুরু হবে ম্যাচ। জোনাথন ট্রটের জায়গায় এবার তাঁকে দেখা যাবে।
অনুগামীরা এবার তাঁকে এক নতুন রূপে দেখতে চলেছে। নতুন কোচের কার্যক্রমও আপাতভাবে শুরু হয়ে গেছে। প্রিটোরিয়া ক্যাপিটালসের পক্ষ থেকে এই বিষয়টি সোশাল মিডিয়ায় নিশ্চিত করা হয়েছে। আইপিএল থেকে অবসরের পর ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত তিনি সিএবি-র সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর ২০১৯-২০২২ সাল পর্যন্ত বিসিসিআই এর সভাপতিরও দায়িত্ব পালন করেছেন তিনি।
এছাড়াও এক্স হ্যান্ডেলে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে ট্রটের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে। আসন্ন সিজনের প্লে অফের স্থানও নির্ধারণ করা হয়ে গিয়েছে। আর নির্ধারিত সময়েই প্লে-অফ ম্যাচ গুলি ডারবান, সেঞ্চুরিয়ান এবং জোহানেসবার্গে হবে। আর ফাইনাল ম্যাচ হবে নিউল্যান্ডসে।