ফের সিএবির সভাপতি হতে চলেছেন সৌরভ

- আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার
- / 26
পুবের কলম ওয়েবডেস্ক : ফের একবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর সভাপতি পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবারের সিএবি নির্বাচনে সভাপতি পদে তিনি লড়বেন, এমনটাই জানিয়ে দিয়েছেন। সৌরভ বলেছেন, সিএবির বার্ষিক সাধারণ সভা বা এজিএম চলার মধ্যেই তিনি সভাপতি পদে নিজের মনোনয়ন পেশ করবেন।
বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হওয়ার আগে সৌরভ সিএবির সভাপতি পদ অলংকৃত করে রেখেছিলেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি সিএবির সভাপতি ছিলেন। গতবার তার সভাপতি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তার দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় সিএবির সভাপতি নির্বাচিত হন। তার সময়সীমা এবার শেষ হতে চলেছে। আর সেই পদে এবার মনোনয়ন দিতে চলেছেন সৌরভ।
শোনা যাচ্ছে সৌরভ যদি সিএবির সভাপতি হবার দৌড়ে মনোনয়ন পেশ করেন, তাহলে উল্টোদিকে অন্য কেউ হয়তো তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এক্ষেত্রে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির সভাপতি নির্বাচিত হতে পারেন মহারাজ।
জানা গেছে সিএবির বার্ষিক সাধারণ সভা আয়োজিত হবে ২০ সেপ্টেম্বর। আর সেদিনই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এর আগের বার যখন সৌরভ সিএবির সভাপতি ছিলেন, তখন তিনি বাংলার ক্রিকেটের উন্নতির জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছিলেন। জেলায় জেলায় ক্রিকেটার তৈরীর জন্য একাডেমি তৈরি করা, জেলা ক্রিকেটের পরিকাঠামো উন্নয়ন এবং আরো নানা প্রকল্প হাতে নিয়েছিলেন তিনি। বাংলার বেশ কিছু জেলায় জেলায় তিনি ঘুরেছেন একটা সময়। সৌরভ সভাপতি হলে ফের একবার সেই কর্মকান্ডকে নতুন করে পুনরুজ্জীবিত করার চেষ্টা করবেন তা বলাই বাহুল্য।