১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অচিন্ত্যর পর ফের বাংলায় কমনওয়েলথ পদক, স্কোয়াশে ব্রোঞ্জ পেলেন সৌরভ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 19

 

পুবের কলম ওয়েবডেস্কঃ অচিন্ত্য শিউলির পর সৌরভ ঘোষাল। কমনওয়েলথে ফের বাংলায় এল পদক। অচিন্ত্য ভারোত্তোলনে সোনা জিতেছেলিেন, স্কোয়াশে কলকাতার ছেলে সৌরভ পেলেন ব্রোঞ্জ।

 

তৃতীয় স্থানের লড়াইতে ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে ৩-০ হারিয়ে কমনওয়েলথে ভারতকে ১৫ তম পদক দিলেন সৌরভ।
ম্যাচের ফল সৌরভের পক্ষে ১১-৬, ১১-১, ১১-৪। ফল থেকেই পরিস্কার ম্যাচে সম্পূর্ণ আধিপত্য ছিল ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়ের।

কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে এই প্রথম পদক পেলেন সৌরভ। এর আগে সৌরভ এশিয়ান গেমসের সিঙ্গলসে একটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ পান। ২০০৬, ২০০১০ এবং ২০১৮ সালে ব্রোঞ্জ, ২০১০ সালে তিনি রুপো পান।২০১৩ সালে প্রথম ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হিসাবে বিশ্বচ্যাম্পিয়নশিপে সিঙ্গলসের শেয আটে পৌঁছন সৌরভ।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অচিন্ত্যর পর ফের বাংলায় কমনওয়েলথ পদক, স্কোয়াশে ব্রোঞ্জ পেলেন সৌরভ

আপডেট : ৪ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ অচিন্ত্য শিউলির পর সৌরভ ঘোষাল। কমনওয়েলথে ফের বাংলায় এল পদক। অচিন্ত্য ভারোত্তোলনে সোনা জিতেছেলিেন, স্কোয়াশে কলকাতার ছেলে সৌরভ পেলেন ব্রোঞ্জ।

 

তৃতীয় স্থানের লড়াইতে ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে ৩-০ হারিয়ে কমনওয়েলথে ভারতকে ১৫ তম পদক দিলেন সৌরভ।
ম্যাচের ফল সৌরভের পক্ষে ১১-৬, ১১-১, ১১-৪। ফল থেকেই পরিস্কার ম্যাচে সম্পূর্ণ আধিপত্য ছিল ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়ের।

কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে এই প্রথম পদক পেলেন সৌরভ। এর আগে সৌরভ এশিয়ান গেমসের সিঙ্গলসে একটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ পান। ২০০৬, ২০০১০ এবং ২০১৮ সালে ব্রোঞ্জ, ২০১০ সালে তিনি রুপো পান।২০১৩ সালে প্রথম ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হিসাবে বিশ্বচ্যাম্পিয়নশিপে সিঙ্গলসের শেয আটে পৌঁছন সৌরভ।