০৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলাম বিরোধিতায় তোলপাড় দক্ষিণ সুইডেন, থামছেনা অশান্তি

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ এপ্রিল ২০২২, রবিবার
  • / 18

পুবের কলম প্রতিবেদক: পবিত্র রমযানে সুইডেনেও সহিংসতার ছক কষা হচ্ছে। দক্ষিণ সুইডেনে ইসলাম বিরোধী কট্টর ডানপন্থী রাজনৈতিক দলের পবিত্র কুরআন অবমাননার পরিকল্পনা নিয়ে শনিবার রাতেও তীব্র অশান্তি বাধে। এই নিয়ে দেশটিতে তিনদিন ধরে এ বিষয়ে অস্থিরতা চলছে। পুলিশ জানিয়েছে যে, শতাধিক যুবক পাথর ছুঁড়েছে, গাড়ি, টায়ার এবং ডাস্টবিনে আগুন দিয়েছে এবং ল্যান্ডসক্রোনা শহর অবরোধের ডাক দিয়েছে।

 

আরও পড়ুন: ইসলামের দাওয়াত সবার জন্য

শনিবারে ল্যান্ডসক্রোনা শহরের পরিস্থিতি খানিকটা শান্ত হলেও উত্তেজনা রয়ে গিয়েছে। পুলিশ বলেছে, অশান্তির মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দক্ষিণ সুইডেনের পুলিশের মুখপাত্র কিম হিল্ড বলেছিলেন যে, পুলিশ স্ট্রাম কুরস পার্টির দ্বারা আয়োজিত ল্যান্ডসক্রোনা বিক্ষোভের অনুমতি প্রত্যাহার করবে না । কারণ সুইডেনে মুক্ত মতের গুরুত্ব রয়েছে।

আরও পড়ুন: ইসলাম: শান্তির পয়গাম

 

আরও পড়ুন: জিহ্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয়

হিল্ড সুইডিশ নিউজ এজেন্সি টিটি-কে বলেন, বিক্ষোভকারীদের ‘প্রদর্শন এবং কথা বলার অধিকাররের কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার থেকে, স্টকহোম এবং লিংকোপিং এবং নররকোপিং শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায়, স্ট্রাম কুরসের পবিত্র কোরআন পোড়ানোর পরিকল্পনার আগে ওরেব্রোর কেন্দ্রীয় শহরটিতে বিক্ষোভকারী এবং পাল্টা-বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়, এতে ১২ জন পুলিশ কর্মকর্তা আহত হন এবং চারটি পুলিশ গাড়িতে আগুন দেওয়া হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসলাম বিরোধিতায় তোলপাড় দক্ষিণ সুইডেন, থামছেনা অশান্তি

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক: পবিত্র রমযানে সুইডেনেও সহিংসতার ছক কষা হচ্ছে। দক্ষিণ সুইডেনে ইসলাম বিরোধী কট্টর ডানপন্থী রাজনৈতিক দলের পবিত্র কুরআন অবমাননার পরিকল্পনা নিয়ে শনিবার রাতেও তীব্র অশান্তি বাধে। এই নিয়ে দেশটিতে তিনদিন ধরে এ বিষয়ে অস্থিরতা চলছে। পুলিশ জানিয়েছে যে, শতাধিক যুবক পাথর ছুঁড়েছে, গাড়ি, টায়ার এবং ডাস্টবিনে আগুন দিয়েছে এবং ল্যান্ডসক্রোনা শহর অবরোধের ডাক দিয়েছে।

 

আরও পড়ুন: ইসলামের দাওয়াত সবার জন্য

শনিবারে ল্যান্ডসক্রোনা শহরের পরিস্থিতি খানিকটা শান্ত হলেও উত্তেজনা রয়ে গিয়েছে। পুলিশ বলেছে, অশান্তির মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দক্ষিণ সুইডেনের পুলিশের মুখপাত্র কিম হিল্ড বলেছিলেন যে, পুলিশ স্ট্রাম কুরস পার্টির দ্বারা আয়োজিত ল্যান্ডসক্রোনা বিক্ষোভের অনুমতি প্রত্যাহার করবে না । কারণ সুইডেনে মুক্ত মতের গুরুত্ব রয়েছে।

আরও পড়ুন: ইসলাম: শান্তির পয়গাম

 

আরও পড়ুন: জিহ্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয়

হিল্ড সুইডিশ নিউজ এজেন্সি টিটি-কে বলেন, বিক্ষোভকারীদের ‘প্রদর্শন এবং কথা বলার অধিকাররের কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার থেকে, স্টকহোম এবং লিংকোপিং এবং নররকোপিং শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায়, স্ট্রাম কুরসের পবিত্র কোরআন পোড়ানোর পরিকল্পনার আগে ওরেব্রোর কেন্দ্রীয় শহরটিতে বিক্ষোভকারী এবং পাল্টা-বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়, এতে ১২ জন পুলিশ কর্মকর্তা আহত হন এবং চারটি পুলিশ গাড়িতে আগুন দেওয়া হয়।