০১ নভেম্বর ২০২৫, শনিবার, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ জুন ২০২২, বুধবার
  • / 64

 

পুবের কলম গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন সপা বিধায়ক আজম খান। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন সমাজবাদীপার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। রুটিন মেডিক্যাল চেকআপের জন্য রবিবার এই বর্ষীয়ান রাজনীতিবিদকে হাসপাতালে ভর্তি করা হয়।মেডিসিন বিভাগে আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজম খানকে ২০  মে উত্তর প্রদেশের সীতাপুর জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট তাকে প্রতারণার মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেয়।

আরও পড়ুন: অসুস্থ সঞ্জয় রাউত, মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিবসেনা নেতা

উল্লেখ্য ২০২২ সালে জেলবন্দি অবস্থাতেই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন তিনি। জেলে থেকেও ভোটে লড়ে উত্তরপ্রদেশের রামপুর কেন্দ্র থেকে দশম বারের জন্য ভোটে জিতে রেকর্ড করেন তিনি।

আরও পড়ুন: প্রায় দুই বছর পর জেল থেকে মুক্তি পেলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান

উল্লেখ্য সপার একজন অগ্রণী সৈনিক আজম খান।মুলায়ম সিং যাদব যখন সমাজবাদী পার্টি সুপ্রিমো তখন থেকেই সপার সঙ্গে রাজনৈতিক ইনিংস শুরু আজম খানের। এইহেন দলীয় বর্ষীয়ান নেতাকে দেখতে যাবেন অখিলেশ এটাই স্বাভাবিক।

আরও পড়ুন: খারাপ সময় পিছু ছাড়ছেনা আজম খানের,স্ত্রী-পুত্র সহ এবার সপা নেতাকে সমন পাঠাল ইডি

তবে রাজনৈতিক ওয়াকিবহাল মহল বলছে আজম খানের ক্ষতে প্রলেপ দেওয়াও কিন্তু অখিলেশের একটা বড় দায়। হাত ছেড়ে ইতিমধ্যেই সপায় এসেছেন কপিল সিব্বাল। উত্তর প্রদেশ থেকে রাজ্যসভা আসনের জন্য এসপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন।

 

কপিলসিব্বালরাজ্যসভার মনোনয়নের সময় এসপি প্রধান অখিলেশ যাদব এবং অন্যান্য সিনিয়র এসপি নেতারাও উপস্থিত ছিলেন। সিব্বল সুপ্রিম কোর্টে আজম খানের আইনজীবীও ছিলেন এবং তাকে জামিন পেতে সাহায্য করেছেন। তবে নজর এখন রামপুর সংসদীয় আসনের উপনির্বাচনের দিকে। জল্পনা ছিল যে আজম খানের পরিবারের কেউ সমাজবাদী পার্টির টিকিটে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে সপা এখনও আনুষ্ঠানিক ভাবে প্রার্থীর নাম  ঘোষণা করেনি। (২১৬)

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপডেট : ১ জুন ২০২২, বুধবার

 

পুবের কলম গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন সপা বিধায়ক আজম খান। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন সমাজবাদীপার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। রুটিন মেডিক্যাল চেকআপের জন্য রবিবার এই বর্ষীয়ান রাজনীতিবিদকে হাসপাতালে ভর্তি করা হয়।মেডিসিন বিভাগে আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজম খানকে ২০  মে উত্তর প্রদেশের সীতাপুর জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট তাকে প্রতারণার মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেয়।

আরও পড়ুন: অসুস্থ সঞ্জয় রাউত, মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিবসেনা নেতা

উল্লেখ্য ২০২২ সালে জেলবন্দি অবস্থাতেই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন তিনি। জেলে থেকেও ভোটে লড়ে উত্তরপ্রদেশের রামপুর কেন্দ্র থেকে দশম বারের জন্য ভোটে জিতে রেকর্ড করেন তিনি।

আরও পড়ুন: প্রায় দুই বছর পর জেল থেকে মুক্তি পেলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান

উল্লেখ্য সপার একজন অগ্রণী সৈনিক আজম খান।মুলায়ম সিং যাদব যখন সমাজবাদী পার্টি সুপ্রিমো তখন থেকেই সপার সঙ্গে রাজনৈতিক ইনিংস শুরু আজম খানের। এইহেন দলীয় বর্ষীয়ান নেতাকে দেখতে যাবেন অখিলেশ এটাই স্বাভাবিক।

আরও পড়ুন: খারাপ সময় পিছু ছাড়ছেনা আজম খানের,স্ত্রী-পুত্র সহ এবার সপা নেতাকে সমন পাঠাল ইডি

তবে রাজনৈতিক ওয়াকিবহাল মহল বলছে আজম খানের ক্ষতে প্রলেপ দেওয়াও কিন্তু অখিলেশের একটা বড় দায়। হাত ছেড়ে ইতিমধ্যেই সপায় এসেছেন কপিল সিব্বাল। উত্তর প্রদেশ থেকে রাজ্যসভা আসনের জন্য এসপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন।

 

কপিলসিব্বালরাজ্যসভার মনোনয়নের সময় এসপি প্রধান অখিলেশ যাদব এবং অন্যান্য সিনিয়র এসপি নেতারাও উপস্থিত ছিলেন। সিব্বল সুপ্রিম কোর্টে আজম খানের আইনজীবীও ছিলেন এবং তাকে জামিন পেতে সাহায্য করেছেন। তবে নজর এখন রামপুর সংসদীয় আসনের উপনির্বাচনের দিকে। জল্পনা ছিল যে আজম খানের পরিবারের কেউ সমাজবাদী পার্টির টিকিটে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে সপা এখনও আনুষ্ঠানিক ভাবে প্রার্থীর নাম  ঘোষণা করেনি। (২১৬)