২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরের ৬ জেলা থেকে দিঘা ভলভো বাস ভাড়ায় বিশেষ ছাড়

চামেলি দাস
  • আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 38

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েই স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প, পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং চা,শিল্পের উন্নয়নে একাধিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়োপাধ্যায়। উত্তরবঙ্গের বাসিন্দারা যেন সহজেই দিঘার জগন্নাথ ধাম দর্শন করতে পারেন,সে কথা ভেবেই উত্তরবঙ্গের ৬টি জেলা থেকে দিঘাগামী ৬টি অত্যাধুনিক মানের বিলাসবহুল ভলভো বাস পরিষেবা চালু করেছে রাজ্য পরিবহন দফতর। উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন কর্মসুচিতেই শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ থেকে প্রতিদিন দিঘাগামী ৬ ভলভো বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ জুন পর্যন্ত এবার দিঘাগামী বাসের ভাড়াতেও বিশেষ ছাড় ঘোষণা করেছে রাজ্য পরিবহন দফতর।

উত্তরের বিভিন্ন জেলা সদর থেকে সরাসরি দিঘাগামী ভলভো বাস পরিষেবা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তউত্তরবঙ্গের কথা আমরা ভাবি। তাইতো ৬টি ভলভো বাস রাজ্য সরকার করে দিয়েছে যাতে সরাসরি দিঘার জগন্নাথ মন্দিরে মানুষজন উত্তরবঙ্গ থেকে যেতে পারেন। তাও আবার বিনা ঝঞ্ঝাটে।দ

আরও পড়ুন: এবার উত্তরবঙ্গ থেকে দিঘা সরাসরি ভলভো বাস

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই এবার উত্তরের ছয় জেলা থেকে দীঘাগামী ৬ বিলাসবহুল ভলভো বাসের নির্ধারিত ভাড়ায় বিশেষ ছারের ব্যবস্থা করল রাজ্য পরিবহন দফতর। এব্যাপারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে নির্ধারিত ভাড়ায় অনেকটাই ছাড় দেওয়া হয়েছে। মূলত উত্তরের বিভিন্ন জেলার মানুষ যেন সাশ্রয়ী খরচে দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে পারেন তার জন্য আগামী ১৫জুন অবধি বাস ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। যেহেতু দীঘাগামী উত্তরবঙ্গের বাসগুলি কলকাতা হয়েই দীঘা যাত্রী পরিষেবা দেবে তাই কলকাতার ভাড়াতেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। কোচবিহার থেকে দিঘা ভলভো বাস ভাড়া ধার্য্য করা হয়েছিল ২১৬০ টাকা। কিন্তু আগামী ১৫ জুন অবধি সেই ভাড়া কমিয়ে করা হয়েছে ১৬২০ টাকা। অর্থাৎ যাত্রী পিছু ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে ৫০০ টাকা। একই ভাবে আলিপুরদুয়ার থেকে দীঘা ২১৫০ টাকার পরিবর্তে করা হয়েছে ১৬১০টাকা।জলপাইগুড়ি থেকে সরাসরি দীঘা ১৯২০ টাকার পরিবর্তে করা হয়েছে ১৪৫০ টাকা। শিলিগুড়ি থেকে দীঘা ১৮০০ টাকার পরিবর্তে ১৩৬০ টাকা, রায়গঞ্জ থেকে দীঘা ১৩৮০ টাকার পরিবর্তে ১০৭০ টাকা এবং মালদা থেকে সরাসরি দীঘা ১২২০ টাকার পরিবর্তে করা হয়েছে ৯৪০টাকা। উত্তরের ৬ গন্তব্য থেকে দীঘার পাশাপাশি কলকাতা পর্যন্ত বাস ভাড়াতেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।বাসভাড়ায় ছাড়ের পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দের কথা ভেবে যাত্রীদের জন্য পানীয় জলের বোতল দেওয়া হবে, তেমনি আরামদায়ক ভ্রমনের সময় কম্বলেরও ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: digha jagannath dham: মহাযজ্ঞে পূর্ণাহুতি দিলেন মুখ্যমন্ত্রী, বুধে দ্বারোদ্ঘাটন

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি,জলপাইগুড়ি, ফালাকাটা রায়গঞ্জ, মালদা, দীঘা এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস স্ট্যাণ্ডের বুকিং কাউন্টার থেকে যাত্রীরা বাস টিকিট বুক করতে পারবেন। পাশাপাশি রেড বাস অ্যাপের মাধ্যমে যাত্রীরা অনলাইনেও বাসের আসন সংরক্ষণ করতে পারবেন বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: digha jagannath dham: ‘অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরের ৬ জেলা থেকে দিঘা ভলভো বাস ভাড়ায় বিশেষ ছাড়

আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েই স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প, পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং চা,শিল্পের উন্নয়নে একাধিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়োপাধ্যায়। উত্তরবঙ্গের বাসিন্দারা যেন সহজেই দিঘার জগন্নাথ ধাম দর্শন করতে পারেন,সে কথা ভেবেই উত্তরবঙ্গের ৬টি জেলা থেকে দিঘাগামী ৬টি অত্যাধুনিক মানের বিলাসবহুল ভলভো বাস পরিষেবা চালু করেছে রাজ্য পরিবহন দফতর। উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন কর্মসুচিতেই শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ থেকে প্রতিদিন দিঘাগামী ৬ ভলভো বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ জুন পর্যন্ত এবার দিঘাগামী বাসের ভাড়াতেও বিশেষ ছাড় ঘোষণা করেছে রাজ্য পরিবহন দফতর।

উত্তরের বিভিন্ন জেলা সদর থেকে সরাসরি দিঘাগামী ভলভো বাস পরিষেবা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তউত্তরবঙ্গের কথা আমরা ভাবি। তাইতো ৬টি ভলভো বাস রাজ্য সরকার করে দিয়েছে যাতে সরাসরি দিঘার জগন্নাথ মন্দিরে মানুষজন উত্তরবঙ্গ থেকে যেতে পারেন। তাও আবার বিনা ঝঞ্ঝাটে।দ

আরও পড়ুন: এবার উত্তরবঙ্গ থেকে দিঘা সরাসরি ভলভো বাস

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই এবার উত্তরের ছয় জেলা থেকে দীঘাগামী ৬ বিলাসবহুল ভলভো বাসের নির্ধারিত ভাড়ায় বিশেষ ছারের ব্যবস্থা করল রাজ্য পরিবহন দফতর। এব্যাপারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে নির্ধারিত ভাড়ায় অনেকটাই ছাড় দেওয়া হয়েছে। মূলত উত্তরের বিভিন্ন জেলার মানুষ যেন সাশ্রয়ী খরচে দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে পারেন তার জন্য আগামী ১৫জুন অবধি বাস ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। যেহেতু দীঘাগামী উত্তরবঙ্গের বাসগুলি কলকাতা হয়েই দীঘা যাত্রী পরিষেবা দেবে তাই কলকাতার ভাড়াতেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। কোচবিহার থেকে দিঘা ভলভো বাস ভাড়া ধার্য্য করা হয়েছিল ২১৬০ টাকা। কিন্তু আগামী ১৫ জুন অবধি সেই ভাড়া কমিয়ে করা হয়েছে ১৬২০ টাকা। অর্থাৎ যাত্রী পিছু ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে ৫০০ টাকা। একই ভাবে আলিপুরদুয়ার থেকে দীঘা ২১৫০ টাকার পরিবর্তে করা হয়েছে ১৬১০টাকা।জলপাইগুড়ি থেকে সরাসরি দীঘা ১৯২০ টাকার পরিবর্তে করা হয়েছে ১৪৫০ টাকা। শিলিগুড়ি থেকে দীঘা ১৮০০ টাকার পরিবর্তে ১৩৬০ টাকা, রায়গঞ্জ থেকে দীঘা ১৩৮০ টাকার পরিবর্তে ১০৭০ টাকা এবং মালদা থেকে সরাসরি দীঘা ১২২০ টাকার পরিবর্তে করা হয়েছে ৯৪০টাকা। উত্তরের ৬ গন্তব্য থেকে দীঘার পাশাপাশি কলকাতা পর্যন্ত বাস ভাড়াতেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।বাসভাড়ায় ছাড়ের পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দের কথা ভেবে যাত্রীদের জন্য পানীয় জলের বোতল দেওয়া হবে, তেমনি আরামদায়ক ভ্রমনের সময় কম্বলেরও ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: digha jagannath dham: মহাযজ্ঞে পূর্ণাহুতি দিলেন মুখ্যমন্ত্রী, বুধে দ্বারোদ্ঘাটন

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি,জলপাইগুড়ি, ফালাকাটা রায়গঞ্জ, মালদা, দীঘা এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস স্ট্যাণ্ডের বুকিং কাউন্টার থেকে যাত্রীরা বাস টিকিট বুক করতে পারবেন। পাশাপাশি রেড বাস অ্যাপের মাধ্যমে যাত্রীরা অনলাইনেও বাসের আসন সংরক্ষণ করতে পারবেন বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: digha jagannath dham: ‘অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী