০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কে ৮০০ হাফেজকে বিশেষ সম্মান

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 59

 

 

আরও পড়ুন: পাঁচবছর ধরে সর্বোচ্চ আয়করদাতা, বিশেষ সন্মান পেলেন ” খিলাড়ি অক্ষয়”

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্কের ৮০০ হাফেজে কুরআনকে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। দেশটির কায়সেরি প্রদেশের ‘দারুল ইফতা’ একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেয়। মঙ্গলবার কায়সারি প্রদেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান অধ্যাপক আলি এরবাস। পবিত্র কুরআন হিফজ করাকে সবচেয়ে বড় নেয়ামত উল্লেখ করে আলি এরবাশ বলেন, ‘দিন-দিন আমাদের সন্তানদের কুরআন হিফজের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। অন্যদের কাছেও তৈরি হচ্ছে কুরআনের আবেদন। এটা খুবই আশার ব্যাপার। আমরা আনন্দিত।’ তিনি আরও বলেন, ‘আমাদের যথাযথভাবে কুরআনের মর্ম বুঝতে হবে। নিজেদের জীবনে তার যথাযথ প্রয়োগও ঘটাতে হবে।’ অনুষ্ঠানে হাফেজে কুরআনদের উদ্দেশে এরবাশ বলেন, ‘আমি আপনাদের মঙ্গল ও সাফল্য কামনা করি। কুরআন মুখস্থ করা হল আল্লাহ্ প্রদত্ত সবচেয়ে বড় নেয়ামত। হাফেজে কুরআন হিসেবে আপনারা বিশেষ উপাধি পাবেন। তবে মনে রাখবেন, হাফেজে কুরআনই আপনাদের সবচেয়ে বড় পরিচয়। এটাই আপনাদের সবচেয়ে বড় মর্যাদা।’ অনুষ্ঠানে ৮০০ হাফেজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৫১৪ জন কিশোর ও ২৮৬ জন কিশোরী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তুরস্কে ৮০০ হাফেজকে বিশেষ সম্মান

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: পাঁচবছর ধরে সর্বোচ্চ আয়করদাতা, বিশেষ সন্মান পেলেন ” খিলাড়ি অক্ষয়”

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্কের ৮০০ হাফেজে কুরআনকে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। দেশটির কায়সেরি প্রদেশের ‘দারুল ইফতা’ একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেয়। মঙ্গলবার কায়সারি প্রদেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান অধ্যাপক আলি এরবাস। পবিত্র কুরআন হিফজ করাকে সবচেয়ে বড় নেয়ামত উল্লেখ করে আলি এরবাশ বলেন, ‘দিন-দিন আমাদের সন্তানদের কুরআন হিফজের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। অন্যদের কাছেও তৈরি হচ্ছে কুরআনের আবেদন। এটা খুবই আশার ব্যাপার। আমরা আনন্দিত।’ তিনি আরও বলেন, ‘আমাদের যথাযথভাবে কুরআনের মর্ম বুঝতে হবে। নিজেদের জীবনে তার যথাযথ প্রয়োগও ঘটাতে হবে।’ অনুষ্ঠানে হাফেজে কুরআনদের উদ্দেশে এরবাশ বলেন, ‘আমি আপনাদের মঙ্গল ও সাফল্য কামনা করি। কুরআন মুখস্থ করা হল আল্লাহ্ প্রদত্ত সবচেয়ে বড় নেয়ামত। হাফেজে কুরআন হিসেবে আপনারা বিশেষ উপাধি পাবেন। তবে মনে রাখবেন, হাফেজে কুরআনই আপনাদের সবচেয়ে বড় পরিচয়। এটাই আপনাদের সবচেয়ে বড় মর্যাদা।’ অনুষ্ঠানে ৮০০ হাফেজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৫১৪ জন কিশোর ও ২৮৬ জন কিশোরী।