২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেট, সেট-এর প্রস্তুতি নিয়ে বিশেষ প্রশিক্ষণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

সুস্মিতা
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
  • / 139

পুবের কলম প্রতিবেদক: নেট, সেট-এর প্রস্তুতি নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের তরফে সেট-এর প্রস্তুতির জন্য বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, আবার অনেকেই সরকারি প্রতিষ্ঠান থেকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)-এর প্রস্তুতি নিতে চান। সেট-এর পাশাপাশি নেট-এর প্রস্তুতিতেও সাহায্য করা হবে বিশ্ববিদ্যালয়ের তরফে।
মার্চ মাস থেকে লিখিত বিষয়ের ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, যাঁরা স্নাতকোত্তর পর্বের প্রথম সেমিস্টারে পড়াশোনা করছেন, কিংবা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করে ফেলেছেন, তাদের নিয়েই চলবে ক্লাস। তবে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও নেট-সেট প্রস্তুতির এই ক্লাস করার সুযোগ পাবেন।
আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে হবে ২৪ ফেব্রুয়ারির মধ্যে। এই কোর্সে ভর্তি সম্পর্কিত বিষয়ে আরও জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।পড়ুয়াদের প্রস্তুতির জন্য বিভিন্ন ধরনের বই এবং স্টাডি মেটিরিয়ালও দেওয়া হবে। তবে অংশগ্রহণকারীদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপস্থিত থেকে দু’মাসের জন্য ক্লাস করতে হবে। ১ মার্চ থেকে ক্লাস শুরু হবে। তার আগেই আগ্রহীদের সশরীরে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। আলাদা করে কোনও কোর্স ফি জমা দিতে হবে না।

আরও পড়ুন: Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নেট, সেট-এর প্রস্তুতি নিয়ে বিশেষ প্রশিক্ষণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: নেট, সেট-এর প্রস্তুতি নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের তরফে সেট-এর প্রস্তুতির জন্য বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, আবার অনেকেই সরকারি প্রতিষ্ঠান থেকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)-এর প্রস্তুতি নিতে চান। সেট-এর পাশাপাশি নেট-এর প্রস্তুতিতেও সাহায্য করা হবে বিশ্ববিদ্যালয়ের তরফে।
মার্চ মাস থেকে লিখিত বিষয়ের ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, যাঁরা স্নাতকোত্তর পর্বের প্রথম সেমিস্টারে পড়াশোনা করছেন, কিংবা স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করে ফেলেছেন, তাদের নিয়েই চলবে ক্লাস। তবে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও নেট-সেট প্রস্তুতির এই ক্লাস করার সুযোগ পাবেন।
আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে হবে ২৪ ফেব্রুয়ারির মধ্যে। এই কোর্সে ভর্তি সম্পর্কিত বিষয়ে আরও জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।পড়ুয়াদের প্রস্তুতির জন্য বিভিন্ন ধরনের বই এবং স্টাডি মেটিরিয়ালও দেওয়া হবে। তবে অংশগ্রহণকারীদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপস্থিত থেকে দু’মাসের জন্য ক্লাস করতে হবে। ১ মার্চ থেকে ক্লাস শুরু হবে। তার আগেই আগ্রহীদের সশরীরে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। আলাদা করে কোনও কোর্স ফি জমা দিতে হবে না।

আরও পড়ুন: Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?