০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শর্তসাপেক্ষ পবিত্র হজের অনুমতি দিল শ্রীলঙ্কা

ইমামা খাতুন
  • আপডেট : ৯ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 60

পুবের কলম ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার অর্থনীতির শিরদাঁড়া ভেঙে গিয়েছে। এমন অবস্থায় দেশের মুসলিমদের হজ করার বিষয়টি স্থগিত করেছিল প্রশাসন। তবে সার্বিক দিক বিবেচনায় দেশটির সরকার এখন বলছে, হজযাত্রীরা যদি বিদেশি মুদ্রায় তাদের ভ্রমন খরচ পরিশোধ করতে পারে তাহলে হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এ বছর দেশটিতে হজ করতে খরচ হবে স্থানীয় মুদ্রায় প্রায় এক কোটি রুপি। ডলারের বিনিময়ে মুদ্রার দাম কমে যাওয়ায় এ বিপুল পরিমাণ অর্থের দরকার হচ্ছে। মূলত এ কারনেই দেশটির সরকার কোটা পাওয়া সত্ত্বেও হজের কার্যক্রম স্থগিত করেছিল। শ্রীলঙ্কার সংসদের মুসলিম সদস্য এবং পরিবেশমন্ত্রী নাসির আহমেদ শর্তসাপেক্ষে হজের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেন, অনুরোধ প্রেক্ষিতে আমরা বিদেশি মুদ্রায় অর্থ প্রদানের শর্তে হজযাত্রীদের কোটা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এর ফলে আমাদের জাতীয় অর্থনীতি প্রভাবিত হবে না।’ এ বছর সউদি আরব শ্রীলঙ্কার জন্য ১৫৮৫টি হজ কোটা বরাদ্দ রেখেছে। এ বিষয়ে পরিবেশমন্ত্রী নাসির আহমেদ বলেন, ‘আমরা কম হলেও হজযাত্রী পাঠানো অব্যাহত রাখতে চাই। আমরা জানি, দেশের মানুষের যে অবস্থা তাতে আরও সুযোগ দিলেও কোটা পূরণ সম্ভব হবে না।’

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শর্তসাপেক্ষ পবিত্র হজের অনুমতি দিল শ্রীলঙ্কা

আপডেট : ৯ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার অর্থনীতির শিরদাঁড়া ভেঙে গিয়েছে। এমন অবস্থায় দেশের মুসলিমদের হজ করার বিষয়টি স্থগিত করেছিল প্রশাসন। তবে সার্বিক দিক বিবেচনায় দেশটির সরকার এখন বলছে, হজযাত্রীরা যদি বিদেশি মুদ্রায় তাদের ভ্রমন খরচ পরিশোধ করতে পারে তাহলে হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এ বছর দেশটিতে হজ করতে খরচ হবে স্থানীয় মুদ্রায় প্রায় এক কোটি রুপি। ডলারের বিনিময়ে মুদ্রার দাম কমে যাওয়ায় এ বিপুল পরিমাণ অর্থের দরকার হচ্ছে। মূলত এ কারনেই দেশটির সরকার কোটা পাওয়া সত্ত্বেও হজের কার্যক্রম স্থগিত করেছিল। শ্রীলঙ্কার সংসদের মুসলিম সদস্য এবং পরিবেশমন্ত্রী নাসির আহমেদ শর্তসাপেক্ষে হজের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেন, অনুরোধ প্রেক্ষিতে আমরা বিদেশি মুদ্রায় অর্থ প্রদানের শর্তে হজযাত্রীদের কোটা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এর ফলে আমাদের জাতীয় অর্থনীতি প্রভাবিত হবে না।’ এ বছর সউদি আরব শ্রীলঙ্কার জন্য ১৫৮৫টি হজ কোটা বরাদ্দ রেখেছে। এ বিষয়ে পরিবেশমন্ত্রী নাসির আহমেদ বলেন, ‘আমরা কম হলেও হজযাত্রী পাঠানো অব্যাহত রাখতে চাই। আমরা জানি, দেশের মানুষের যে অবস্থা তাতে আরও সুযোগ দিলেও কোটা পূরণ সম্ভব হবে না।’

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল