শ্রীলঙ্কায় নুনের তীব্র সংকট

- আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 137
পুবের কলম, ওয়েবডেস্ক: সমুদ্রেঘেরা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় দেখা দিয়েছে এক অভূতপূর্ব নুন সংকট। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম বাজারে দ্বিগুণেরও বেশি বেড়ে গেলেও অনেক জায়গাতেই নুন মিলছে না। সুপারমার্কেটগুলোর তাক ফাঁকা, সরবরাহ নেই।
সাধারণ মানুষ পড়েছেন তীব্র বিপাকে। কেউ কেউ দিনের পর দিন এক শহর থেকে আর এক শহরে ছুটে বেড়াচ্ছেন নুনের খোঁজে। সামাজিক মাধ্যমে অনেকেই নিজেদের হতাশা প্রকাশ করছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক দিন ধরেই ঘুরে ঘুরে নুন খুঁজছেন তাঁরা। কেউ অবশেষে পেয়েছেন বোরালাসগামুয়া শহরে, কেউ এখনও খালি হাতে ফিরছেন।
‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকা জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে টানা ভারি বৃষ্টি ও সূর্যের আলো না থাকায় শ্রীলঙ্কার প্রধান নুন উৎপাদন কেন্দ্র;হামবানটোটা, এলিফ্যান্ট পাস ও পুট্টালাম; এ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
নুন উৎপাদকদের দাবি, শুধুমাত্র পুট্টালাম অঞ্চলেই গত সপ্তাহের ভারি বর্ষণে প্রায় ১৫ হাজার টন সংরক্ষিত নুন ধুয়ে গেছে। পুট্টালামে দেশের মোট নুনের প্রায় ৬০ শতাংশ উৎপাদিত হয়। সাধারণত শ্রীলঙ্কার ২ কোটি ৩০ লাখ মানুষের জন্য বছরে ১.৮ লক্ষ মেট্রিক টন নুনের চাহিদা থাকে। কিন্তু গত বছর উৎপাদন হলেও তা চাহিদা পূরণে যথেষ্ট ছিল না।
২০২২ সালের নজিরবিহীন অর্থনৈতিক বিপর্যয়ের পরও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। সেই রেশ না কাটতেই এবার নুনের সংকট এক নতুন চাপ হয়ে এসেছে সাধারণ মানুষের ঘাড়ে। শ্রীলঙ্কার বাণিজ্যমন্ত্রী ওয়াসানথা সমারাসিংহে জানিয়েছেন, ভারত থেকে ৩,০৫০ মেট্রিক টন নুনের একটি চালান বুধবার শ্রীলঙ্কায় পৌঁছনোর কথা। এর আগে ভারত থেকে আরও ১২,৫০০ টন নুন এসেছিল। তবে তাতে সাময়িক কিছু স্বস্তি মিললেও পুরো সংকট কাটবে কি না, তা এখনও অনিশ্চিত।