০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা, কমছে ওষুধের দাম

ইমামা খাতুন
  • আপডেট : ৬ জুন ২০২৩, মঙ্গলবার
  • / 161

পুবের কলম,ওয়েবডেস্ক: কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে পড়েছিল শ্রীলঙ্কা। সেই দুরবস্থা কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া শ্রীলঙ্কা আগামী ১৫ জুন থেকে ৬০টি প্রয়োজনীয় ওষুধের দাম ১৬ শতাংশ কমাতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

বিদেশি মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়া গত বছর ভয়াবহ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হওয়ার পর দ্বীপদেশটিতে খাদ্য ও জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। তার ফলশ্রুতিতে বিক্ষুব্ধ জনতা দেশটির তখনকার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেও বাধ্য করেছিল।

আরও পড়ুন: এশিয়া কাপ শ্রীলঙ্কা ও পাকিস্তানে

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২৯০ কোটি ডলার ঋণ পাওয়ার পর গত ৯ মাসে দেশটির পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। চড়তে থাকা মূল্যস্ফীতি অনেকখানি নিয়ন্ত্রণে এসেছে, বিদেশি মুদ্রার রিজার্ভও একটু একটু করে শক্তিশালী হচ্ছে।

আরও পড়ুন: অতিরিক্ত মাদক সেবনে ১ লক্ষ মার্কিনির মৃত্যু!  

চলতি বছর দেশটির মুদ্রা রুপির মান ২৪ শতাংশ বেড়েছে, যে কারণে সরকার ৬০টি জরুরি ওষুধের দাম কমানোর সুযোগ পেয়েছে, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকয়েলা। এসব ওষুধের মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যার ওষুধও আছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:   ১২২ বছরের রেকর্ড ভেঙে দিল্লিতে পারদ পতন! তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

শ্রীলঙ্কায় গত মাসে পণ্য ও সেবার মূল্যস্ফীতি ছিল ২৫.২ শতাংশ। স্বাস্থ্যসেবার খরচ আগের তুলনায় অনেক কমে এলেও তা এখনো ওই  মূল্যস্ফীতির চেয়ে খানিকটা বেশি।  মুদ্রা শক্তিশালী হওয়ায় শ্রীলঙ্কা চলতি সপ্তাহ থেকে ৩০০-৪০০ পণ্যের উপর থাকা আমদানি বিধিনিষেধ তুলে নেওয়াও শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রক। দ্বীপদেশটি ২০২০ সালের মার্চ থেকে গাড়ি, কসমেটিকস ও অ্যালকোহলসহ অনেক পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা ও নানান বিধিনিষেধ দিয়েছিল। তবে গত বছর থেকে সেসব নিষেধাজ্ঞা, বিধিনিষেধ শিথিল হওয়া শুরু হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা, কমছে ওষুধের দাম

আপডেট : ৬ জুন ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে পড়েছিল শ্রীলঙ্কা। সেই দুরবস্থা কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া শ্রীলঙ্কা আগামী ১৫ জুন থেকে ৬০টি প্রয়োজনীয় ওষুধের দাম ১৬ শতাংশ কমাতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

বিদেশি মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়া গত বছর ভয়াবহ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হওয়ার পর দ্বীপদেশটিতে খাদ্য ও জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে। তার ফলশ্রুতিতে বিক্ষুব্ধ জনতা দেশটির তখনকার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেও বাধ্য করেছিল।

আরও পড়ুন: এশিয়া কাপ শ্রীলঙ্কা ও পাকিস্তানে

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২৯০ কোটি ডলার ঋণ পাওয়ার পর গত ৯ মাসে দেশটির পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। চড়তে থাকা মূল্যস্ফীতি অনেকখানি নিয়ন্ত্রণে এসেছে, বিদেশি মুদ্রার রিজার্ভও একটু একটু করে শক্তিশালী হচ্ছে।

আরও পড়ুন: অতিরিক্ত মাদক সেবনে ১ লক্ষ মার্কিনির মৃত্যু!  

চলতি বছর দেশটির মুদ্রা রুপির মান ২৪ শতাংশ বেড়েছে, যে কারণে সরকার ৬০টি জরুরি ওষুধের দাম কমানোর সুযোগ পেয়েছে, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকয়েলা। এসব ওষুধের মধ্যে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যার ওষুধও আছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:   ১২২ বছরের রেকর্ড ভেঙে দিল্লিতে পারদ পতন! তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

শ্রীলঙ্কায় গত মাসে পণ্য ও সেবার মূল্যস্ফীতি ছিল ২৫.২ শতাংশ। স্বাস্থ্যসেবার খরচ আগের তুলনায় অনেক কমে এলেও তা এখনো ওই  মূল্যস্ফীতির চেয়ে খানিকটা বেশি।  মুদ্রা শক্তিশালী হওয়ায় শ্রীলঙ্কা চলতি সপ্তাহ থেকে ৩০০-৪০০ পণ্যের উপর থাকা আমদানি বিধিনিষেধ তুলে নেওয়াও শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রক। দ্বীপদেশটি ২০২০ সালের মার্চ থেকে গাড়ি, কসমেটিকস ও অ্যালকোহলসহ অনেক পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা ও নানান বিধিনিষেধ দিয়েছিল। তবে গত বছর থেকে সেসব নিষেধাজ্ঞা, বিধিনিষেধ শিথিল হওয়া শুরু হয়েছে।