১৪ ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিল শ্রীলঙ্কা, জানাল বিদেশমন্ত্রক

- আপডেট : ৬ এপ্রিল ২০২৫, রবিবার
- / 185
নয়াদিল্লি: অবশেষে শ্রীলঙ্কার জেল মুক্তি পেলেন ১৪ ভারতীয় মৎস্যজীবী। ভারতীয়দের মুক্তির বিষয়ে শনিবার দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দেশের রাষ্ট্রপ্রধানের আলোচনা পরই জেলবন্দি মৎস্যজীবীদের মুক্তি দেওয়ার ঘোষণা করে শ্রীলঙ্কা। সূত্রের খবর, ইতিমধ্যে ১৪জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে দেশটি। এবিষয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, শ্রীলঙ্কা এবং ভারত উভয় দেশই এই স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রধানমন্ত্রী যেমন তার বক্তব্যের সময় নিজেই বলেছিলেন, এই ইস্যুতে সহযোগিতার জন্য মানবিক এবং গঠনমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে। কারণ এই বিষয়টি এমন অকটি সমস্যা যা পালক উপসাগরের উভয় দিকের মৎস্যজীবীদের জীবিকার ওপর প্রভাব ফেলে। দিল্লি ও কলম্বো এই বিষয়ে নিয়ে নির্দিষ্ট বিষয়ে আলোচনা করেছে। ভবিষ্যতে আরও মৎস্যজীবীদের ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।