প্রবল তুষারপাতের জেরে অবরুদ্ধ শ্রীনগর- লেহ জাতীয়সড়ক
- আপডেট : ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার
- / 32
পুবের কলম ওয়েবডেস্ক: পূর্বাভাস ছিলই, আর সেই পূর্বাভাস মতো নতুন করে তুষারপাত হয়েছে কাশ্মীরে। তুষারপাতের পাশাপাশি বৃষ্টিও হয়েছে কাশ্মীর উপত্যকায়। জোজিলা পাসে তুষারপাতের কারণে মঙ্গলবার অবরুদ্ধ হয়ে পড়েছে শ্রীনগর-লেহ হাইওয়ে। তুষারপাতের পর রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ার কারণেই শ্রীনগর-লেহ হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে, কাশ্মীরে আপাতত বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর। মঙ্গলবার কাশ্মীর উপত্যকার উচ্চতর পাহাড়ে তুষারপাত হয়েছে এবং সমতলে বৃষ্টিপাত হয়েছে। এদিন সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কাশ্মীরের আকাশ, আপাতত পাহাড়েই তুষারপাত হবে। সমতলে তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত আংশিক থেকে সাধারণত মেঘলা আবহাওয়া থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।