ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করলেন মোদি এবং স্টার্মার

- আপডেট : ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 45
লন্ডন: আমেরিকা নয়, এখন ব্রিটেনের সঙ্গে ভারতের বড়সড় বাণিজ্য চুক্তি হয়ে গেল । সেই উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লন্ডনে এসেছেন। এই সফরেই এদিন ব্রিটেনের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হল। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে দুদেশে বাণিজ্য বেড়ে দ্বিগুণ হয়ে যাবে।
ব্রিটেন থেকে বিনা শুল্কে যেমন গাড়ি, মদ ইত্যাদি আসবে, অর্থাৎ এইসব জিনিস ভারতে সহজলভ্য হবে, তেমনই ভারত থেকে বিনা শুল্কে চর্মজাত দ্রব্য এবং পোশাক যাবে। বলা হচ্ছে, ভারতই বেশি লাভবান হবে।
এদিন এই মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। চুক্তি হওয়ার ফলে ভারতের এই সব শিল্পের বরাত খুলে যাবে, বহু মানুষের কর্মসংস্থান হবে।
৫ বছরের মধ্যে ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য ১২০০০ কোটি পাউন্ডে পৌঁছে যাবে। প্রধানমন্ত্রী মোদি এই চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এবং রাজা চার্লস এর সঙ্গেও কথা বলবেন। মোদি এখানে সাংবাদিকদের বলেন, বিশ্বের উন্নতির স্বার্থে ভারত এবং ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়া দরকার।
বর্তমানে ব্রিটেন ভারতের ষষ্ঠ বৃহত্তম বিনিয়োগকারী। প্রতিরক্ষার ক্ষেত্রেও দু দেশের মধ্যে এক বন্ধন রয়েছে। সবচেয়ে বড় কথা, ব্রিটেনে অন্তত ১৮ লক্ষ ভারতীয় বাস করেন, যারা ভারত থেকে গিয়ে ব্রিটেনের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
ব্রিটেনে অসংখ্য ভারতীয় চিকিৎসক কাজ করেন। এই ১৮ লক্ষ মানুষ দুদেশের মধ্যে সেতু বন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এদিন এখানকার প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদিকে বিপুল অভ্যর্থনা জানান। দুদিন ব্রিটেনে থেকে প্রধানমন্ত্রী মালদ্বীপ সফরে যাবেন।
উল্লেখ্য, আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি করতে যেভাবে দর কষাকষি করে শর্ত চাপাতে চাইছে তাতে ভারত থমকে গিয়েছে। ব্রিটেন অত শর্ত চাপায়নি বলেই খবর। এখানে ভারতের সরকারি অফিসাররা চলে এসেছেন চুক্তি চূড়ান্ত করতে।