১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিশীথ কাণ্ডে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে  সুপ্রিম কোর্টে  রাজ্য

পারিজাত মোল্লা:  কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কাণ্ডে একাধারে কলকাতা হাইকোর্টের কাছে পুলিশি অসহযোগিতার অভিযোগ তুললো সিবিআই। আবার অন্যদিকে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ জারি করেনি। তবে কলকাতা হাইকোর্টের তরফে পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। কোচবিহারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য গিয়েছে সুপ্রিম কোর্টে।

গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয় হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলায় ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ  সিবিআই। হাইকোর্টে সিবিআইয়ের অভিযোগ, নিশীথ প্রামাণিকের মামলায় সিবিআইয়ের সঙ্গে কোনও রকমের সহযোগিতা করছে না রাজ্য পুলিশ।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

এদিন একথা জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করলেন সিবিআইয়ের আইনজীবী। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় গত মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ। কিন্তু সেই মামলার নথিপত্র দেওয়ার ব্যাপারে পুলিশি সাহায্য পাওয়া যাচ্ছে না বলে জানালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

অভিযোগ, সিবিআইয়ের আধিকারিকরা ঘটনাস্থলে গেলে স্থানীয় থানা থেকে কোনও কাগজপত্র হস্তান্তর করা হচ্ছে না। এদিন এভাবেই হাইকোর্টে  পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল সিবিআই। আদালতের নির্দেশ কার্যকর করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানালেন সিবিআইয়ের আইনজীবী।

আরও পড়ুন: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

অভিযোগ শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানায়, আদালতের নির্দেশ কার্যকর করতে এবং তদন্তে সিবিআই আধিকারিকদের যাতে কোনও সমস্যায় পড়তে না-হয়, তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে’ ।

সর্বধিক পাঠিত

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিশীথ কাণ্ডে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে  সুপ্রিম কোর্টে  রাজ্য

আপডেট : ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পারিজাত মোল্লা:  কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কাণ্ডে একাধারে কলকাতা হাইকোর্টের কাছে পুলিশি অসহযোগিতার অভিযোগ তুললো সিবিআই। আবার অন্যদিকে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ জারি করেনি। তবে কলকাতা হাইকোর্টের তরফে পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। কোচবিহারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য গিয়েছে সুপ্রিম কোর্টে।

গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয় হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলায় ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ  সিবিআই। হাইকোর্টে সিবিআইয়ের অভিযোগ, নিশীথ প্রামাণিকের মামলায় সিবিআইয়ের সঙ্গে কোনও রকমের সহযোগিতা করছে না রাজ্য পুলিশ।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

এদিন একথা জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করলেন সিবিআইয়ের আইনজীবী। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় গত মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ। কিন্তু সেই মামলার নথিপত্র দেওয়ার ব্যাপারে পুলিশি সাহায্য পাওয়া যাচ্ছে না বলে জানালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

অভিযোগ, সিবিআইয়ের আধিকারিকরা ঘটনাস্থলে গেলে স্থানীয় থানা থেকে কোনও কাগজপত্র হস্তান্তর করা হচ্ছে না। এদিন এভাবেই হাইকোর্টে  পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল সিবিআই। আদালতের নির্দেশ কার্যকর করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানালেন সিবিআইয়ের আইনজীবী।

আরও পড়ুন: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

অভিযোগ শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানায়, আদালতের নির্দেশ কার্যকর করতে এবং তদন্তে সিবিআই আধিকারিকদের যাতে কোনও সমস্যায় পড়তে না-হয়, তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে’ ।