উত্তরবঙ্গ থেকে পর্যটকদের কলকাতা ফেরাতে উদ্যোগী রাজ্য, দেওয়া হল স্পেশাল বাস
- আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার
- / 74
পুবের কলম, ওয়েব ডেস্কঃ প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ দুর্যোগ নেমে এসেছে উত্তরবঙ্গে। শিলিগুড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে উত্তরবঙ্গের একাংশ। বহু জায়গায় রাস্তায় নেমেছে ধস। মিরিক সহ একাধিক জায়গায় ধসের কারণে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটকদের হোটেল থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি যারা উত্তরবঙ্গে গিয়েছেন তাদের নিয়ে আসার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পর্যটকদের নিরাপদে ঘরে ফেরাতে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। পরিবহণ নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই ছটি বাস জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়েছে। প্রবল বৃষ্টির কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
বাতিল হয়েছে শিলিগুড়ি ধুবড়ির ডেমু, এনজিপি আলিপুরদুয়ার পর্যটক স্পেশাল, শিলিগুড়ি- বামনহাটা এক্সপ্রেস। কিছু ট্রেন আবার ঘুরপথে চালানো হচ্ছে। তার মধ্যে রয়েছে শিয়ালদা আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আলিপুরদুয়ার জংশন দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস, কামাখ্যা ডক্টর আম্বেদকর নগর এক্সপ্রেস এর রুট পরিবর্তন করা হয়েছে রবিবারের জন্য। অন্যদিকে, আলিপুরদুয়ার শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস যাবে বিন্নাগুড়ি পর্যন্ত। শিলিগুড়ি ধুপগুড়ির ডেমু যাবে গুলমা পর্যন্ত। ট্রেনে পর্যটকদের বিরুদ্ধে সমস্যা হতে পারে চিন্তা করেই বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য পরিবহন দফতর।
ধুপগুড়ি থেকে ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত জল থৈথৈ পরিস্থিতি। ভেঙে পড়েছে শিলিগুড়ি মিরিক যোগাযোগ ব্যবস্থা। বাংলা সিকিম লাইফ লাইন কার্যত বিধ্বস্ত। শিলিগুড়ি থেকে সিকিম নামের রাস্তায় ধস নেমেছে। লিখুবির শ্বেতী ধরার ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্য সচিব মনোজ পন্থ।