০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেকারের  সঙ্গে স্টেটবাসের  মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত একই পরিবারের তিনজন, মৃত এক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ অক্টোবর ২০২২, সোমবার
  • / 43

 

 

আরও পড়ুন: নতুন করে উত্তপ্ত মণিপুরে, বিস্ফোরণে কাঁপল ইম্ফলে বিশ্ববিদ্যালয়, মৃত ১

 

আরও পড়ুন: বিশ্বজয়ের আনন্দ ও উচ্ছ্বাস বদলে গেল বিষাদে, আর্জেন্টিনায় ভিড়ের চাপে মৃত এক, কোমায় পাঁচবছরের শিশু

ওবাইদুল্লা লস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগনা কুলিপি থানার অন্তর্গত খাস মহল মোড়ে এর কাছে কাকদ্বীপ দিক থেকে আসা স্টেট বাসের সঙ্গে ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ । গাড়িটি কুলপির দিক থেকে কাকদ্বীপের যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে থাকা একই পরিবারের তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ঘটনাস্থলে গাড়ি উল্টে গিয়ে মারা যায়। মৃত ব্যক্তি রেজিনা মির ১৬ বছর বয়স। একই পরিবারের মা এবং ২ মেয়ে কুসুমপুর থেকে বাড়ি যাবার পথে খাসমহল মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। রেজিনা মীর এবং টেরিনা মির দুই মেয়ে এবং মা রুনারা বিবি। বাকি আহত ব্যক্তিদের কে কুলপি গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। রেজিনা মির পিতা রেজাক মীর হারু পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত ১২ নম্বর জানা পাড়া এলাকার বাসিন্দার বলে জানা গিয়েছে। ডায়মন্ড হারবার,

আরও পড়ুন: আর্জেন্টিনায় ফুটবল মাঠে দাঙ্গা, মৃত এক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্রেকারের  সঙ্গে স্টেটবাসের  মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত একই পরিবারের তিনজন, মৃত এক

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, সোমবার

 

 

আরও পড়ুন: নতুন করে উত্তপ্ত মণিপুরে, বিস্ফোরণে কাঁপল ইম্ফলে বিশ্ববিদ্যালয়, মৃত ১

 

আরও পড়ুন: বিশ্বজয়ের আনন্দ ও উচ্ছ্বাস বদলে গেল বিষাদে, আর্জেন্টিনায় ভিড়ের চাপে মৃত এক, কোমায় পাঁচবছরের শিশু

ওবাইদুল্লা লস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগনা কুলিপি থানার অন্তর্গত খাস মহল মোড়ে এর কাছে কাকদ্বীপ দিক থেকে আসা স্টেট বাসের সঙ্গে ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ । গাড়িটি কুলপির দিক থেকে কাকদ্বীপের যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে থাকা একই পরিবারের তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ঘটনাস্থলে গাড়ি উল্টে গিয়ে মারা যায়। মৃত ব্যক্তি রেজিনা মির ১৬ বছর বয়স। একই পরিবারের মা এবং ২ মেয়ে কুসুমপুর থেকে বাড়ি যাবার পথে খাসমহল মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। রেজিনা মীর এবং টেরিনা মির দুই মেয়ে এবং মা রুনারা বিবি। বাকি আহত ব্যক্তিদের কে কুলপি গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। রেজিনা মির পিতা রেজাক মীর হারু পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত ১২ নম্বর জানা পাড়া এলাকার বাসিন্দার বলে জানা গিয়েছে। ডায়মন্ড হারবার,

আরও পড়ুন: আর্জেন্টিনায় ফুটবল মাঠে দাঙ্গা, মৃত এক