০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গলায় ওষুধ আটকে বিপত্তি– কোনওমতে রক্ষা পেলেন স্টোকস

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার
  • / 19

পুবের কলম ওয়েবডেস্ক ঃ অ্যাশেজ শুরু  হওয়ার মুখে বড়সড় ধাক্কা খাওয়ার হাত থেকে   বেঁচে গেল ইংল্যান্ড। কার্যত মৃত্যুর মুখ থেকে  ফিরে এলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। গলায় ওষুধ আটকে এই বিপত্তি ঘটে। ঘটনার কথা একটি পত্রিকায় নিজের কলামে লিখেছেন ইংরেজ তারকা ক্রিকেটার। প্রসঙ্গত–  আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু অ্যাশেজের প্রথম টেস্ট। এই সিরিজ এবার হবে অস্ট্রেলিয়ার মাটিতে।

ঠিক কি হয়েছিল? স্টোকস লিখেছেন – ‘গলায় এমনভাবে একটা ওষুধ আটকে যায়– আমার  মনে হচ্ছিল–  সব শেষ হয়ে গেল বোধ হয়।  কিছুতেই ওষুধ বের করতে পারছিলাম না। আবার গিলেনেওয়াও  যাচ্ছিল না। তখন  আমি নিজের রুমে পুরো একা ছিলাম। কাউকে যে ডাকব– সেই অবস্থাও ছিল না। এমন পরিস্থিতির মধ্যে আগে কখনও  পড়তে হয়নি আমাকে। ’

 

এই ঘটনা থেকে মুক্তি পেলেও স্টোকসের সমস্যা  এখনই কাটছে না। রবিবার অনুশীলন করার  সময় হাতে নতুন  করে চোট  পেয়েছেন তিনি। নেটে ব্যাট করার সময় দলের ব্যাটিং কোচ জোনাথন ট্রটের ছোড়া একটা বল সজোরে   তাঁর হাতে লাগে। যন্ত্রণাকাতর স্টোকস তড়িঘড়ি  মাঠ ছেড়ে বেরিয়ে আসেন। টিমের ফিজিও পরীক্ষা  করার পরে জানিয়েছেন– স্টোকসের হাত ভাঙেনি। যা শুনে আশ্বস্ত হয় ইংল্যান্ড শিবির।

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গলায় ওষুধ আটকে বিপত্তি– কোনওমতে রক্ষা পেলেন স্টোকস

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক ঃ অ্যাশেজ শুরু  হওয়ার মুখে বড়সড় ধাক্কা খাওয়ার হাত থেকে   বেঁচে গেল ইংল্যান্ড। কার্যত মৃত্যুর মুখ থেকে  ফিরে এলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। গলায় ওষুধ আটকে এই বিপত্তি ঘটে। ঘটনার কথা একটি পত্রিকায় নিজের কলামে লিখেছেন ইংরেজ তারকা ক্রিকেটার। প্রসঙ্গত–  আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু অ্যাশেজের প্রথম টেস্ট। এই সিরিজ এবার হবে অস্ট্রেলিয়ার মাটিতে।

ঠিক কি হয়েছিল? স্টোকস লিখেছেন – ‘গলায় এমনভাবে একটা ওষুধ আটকে যায়– আমার  মনে হচ্ছিল–  সব শেষ হয়ে গেল বোধ হয়।  কিছুতেই ওষুধ বের করতে পারছিলাম না। আবার গিলেনেওয়াও  যাচ্ছিল না। তখন  আমি নিজের রুমে পুরো একা ছিলাম। কাউকে যে ডাকব– সেই অবস্থাও ছিল না। এমন পরিস্থিতির মধ্যে আগে কখনও  পড়তে হয়নি আমাকে। ’

 

এই ঘটনা থেকে মুক্তি পেলেও স্টোকসের সমস্যা  এখনই কাটছে না। রবিবার অনুশীলন করার  সময় হাতে নতুন  করে চোট  পেয়েছেন তিনি। নেটে ব্যাট করার সময় দলের ব্যাটিং কোচ জোনাথন ট্রটের ছোড়া একটা বল সজোরে   তাঁর হাতে লাগে। যন্ত্রণাকাতর স্টোকস তড়িঘড়ি  মাঠ ছেড়ে বেরিয়ে আসেন। টিমের ফিজিও পরীক্ষা  করার পরে জানিয়েছেন– স্টোকসের হাত ভাঙেনি। যা শুনে আশ্বস্ত হয় ইংল্যান্ড শিবির।