অবিলম্বে বাঙালি পরিযায়ীদের নির্যাতন বন্ধ করতে: অধীর চৌধুরী

- আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার
- / 11
পুবের কলম প্রতিবেদক : বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। এসআইআর-এর নামে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। বুধবার ধর্মতলার সভা থেকে এভাবেই আওয়াজ তুললেন কংগ্রেস নেতা ও সাবেক সাংসদ অধীর চৌধুরী। এ দিন নানান ইস্যুতে মিছিল ও সভা করে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের যুব শাখা। তার প্রধান বক্তা ছিলেন বহরমপুরের সাবেক সাংসদ অধীর চৌধুরী। অন্যান্যদের মধ্যে ছিলেন সংগঠনের আহ্বায়ক শাহিনা জাভেদ।
এ দিন রাজ্য যুব কংগ্রেসের ডাকা মিছিল ও সভা থেকে দাবি করা হয়, অবিলম্বে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর চলমান নির্যাতন বন্ধ করতে হবে। আরও বলা হয়, যেসব শ্রমিক রাজ্যে ফিরে এসেছেন, তাদের বিকল্প কর্মসংস্থানের বন্দোবস্ত করতে হবে। বাংলার শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করা ও এসআইআর বাতিল করার দাবিও তোলা হয়।
যুব কংগ্রেসের মিছিল ও সমাবেশে শামিল হয়ে অধীর চৌধুরী বলেন, মানুষ রুজি-রুটির জন্য বাইরে কাজে যাচ্ছে। তাদের কারও নিরাপত্তা নেই। বাঙালি শ্রমিকরা বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে। তাই বাধ্য হয়েই পথে নামতে হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারকে শ্রমিকদের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। না হলে বড় আন্দোলনের হুমকি দেয় কংগ্রেস নেতা।
অন্যানরাও রাজ্যে ফিরে আসা শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের দাবিতে সরব হন। শাহিনা জাভেদ বলেন, আমাদের রাজ্য সরকার বলছেন বাংলায় কাজ আছে তাহলে মানুষকে কাজ দেওয়ার দায়িত্ব সরকারের।