০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কলম্বিয়ায় ফিলিস্তিনের নামে রাস্তা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ জানুয়ারী ২০২৩, শনিবার
  • / 64

পুবের কলম, ওয়েবডেস্ক: কলম্বিয়ার রাজধানী বোগোটার মিউনিসিপ্যাল কাউন্সিল শহরের প্রধান একটি রাস্তার নাম পাল্টে ‘স্টেট অব প্যালেস্টাইন স্ট্রিট’ করার প্রস্তাব অনুমোদন করেছে। গত বৃহস্পতিবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় কাউন্সিলে প্রস্তাবটি অনুমোদিত হয়।

হিউম্যান কলম্বিয়ার প্রতিনিধি আনা তেরেসা বার্নাল বলেছেন, ‘প্রস্তাবটি অনুমোদনের অর্থ ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, তার জনগণের স্বীকৃতি এবং সেইসাথে তাদের অস্তিত্বেরও স্বীকৃতি।’

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

ফিলিস্তিনি রাষ্ট্রদূত রউফ আল-মালিকি এই খবরে আনন্দ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনি জনগণের সংগ্রাম এবং তার প্রতিনিধিদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আজ কলম্বিয়ার রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থান পেয়েছে ফিলিস্তিন।

আরও পড়ুন: ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইসরাইলকেও মেনে নেবে ইন্দোনেশিয়া

এটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের একটি শক্তিশালী পদ্ধতি। গত কয়েক বছর ধরেই ফিলিস্তিনি দূতাবাসের সহযোগিতায় প্রস্তাবটি উত্থাপন করা হচ্ছিল কলম্বিয়ায়। কিন্তু বারবারই ইসরাইলি লবির কারণে প্রস্তাবটি বাতিল হয়ে যাচ্ছিল।

আরও পড়ুন: গাজায় আশ্রয়শিবিরে হামলা ইসরাইলের, ঘুমন্ত অবস্থায় শিশু-সহ ৩১ জনের মৃত্যু

তারা যুক্তি দিচ্ছিল, স্থানীয় অনেক ইহুদি একই রাস্তা দিয়ে চলাচল করে, এই এলাকায় বসবাস করে। ফিলিস্তিন রাষ্ট্রের নামে এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হলে বিষয়টি ইহুদিদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

বারানকুইলা নামে কলম্বিয়ার আরেকটি শহরেও একই রকম একটি প্রস্তাব উঠেছে। বিষয়টিকে ফিলিস্তিনি রাষ্ট্রের অধিকার ও তার জনগণের প্রতি কলম্বিয়ার জনগণের সমর্থনের ইঙ্গিত দিচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলম্বিয়ায় ফিলিস্তিনের নামে রাস্তা

আপডেট : ২১ জানুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কলম্বিয়ার রাজধানী বোগোটার মিউনিসিপ্যাল কাউন্সিল শহরের প্রধান একটি রাস্তার নাম পাল্টে ‘স্টেট অব প্যালেস্টাইন স্ট্রিট’ করার প্রস্তাব অনুমোদন করেছে। গত বৃহস্পতিবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় কাউন্সিলে প্রস্তাবটি অনুমোদিত হয়।

হিউম্যান কলম্বিয়ার প্রতিনিধি আনা তেরেসা বার্নাল বলেছেন, ‘প্রস্তাবটি অনুমোদনের অর্থ ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, তার জনগণের স্বীকৃতি এবং সেইসাথে তাদের অস্তিত্বেরও স্বীকৃতি।’

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

ফিলিস্তিনি রাষ্ট্রদূত রউফ আল-মালিকি এই খবরে আনন্দ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনি জনগণের সংগ্রাম এবং তার প্রতিনিধিদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আজ কলম্বিয়ার রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থান পেয়েছে ফিলিস্তিন।

আরও পড়ুন: ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইসরাইলকেও মেনে নেবে ইন্দোনেশিয়া

এটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের একটি শক্তিশালী পদ্ধতি। গত কয়েক বছর ধরেই ফিলিস্তিনি দূতাবাসের সহযোগিতায় প্রস্তাবটি উত্থাপন করা হচ্ছিল কলম্বিয়ায়। কিন্তু বারবারই ইসরাইলি লবির কারণে প্রস্তাবটি বাতিল হয়ে যাচ্ছিল।

আরও পড়ুন: গাজায় আশ্রয়শিবিরে হামলা ইসরাইলের, ঘুমন্ত অবস্থায় শিশু-সহ ৩১ জনের মৃত্যু

তারা যুক্তি দিচ্ছিল, স্থানীয় অনেক ইহুদি একই রাস্তা দিয়ে চলাচল করে, এই এলাকায় বসবাস করে। ফিলিস্তিন রাষ্ট্রের নামে এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হলে বিষয়টি ইহুদিদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

বারানকুইলা নামে কলম্বিয়ার আরেকটি শহরেও একই রকম একটি প্রস্তাব উঠেছে। বিষয়টিকে ফিলিস্তিনি রাষ্ট্রের অধিকার ও তার জনগণের প্রতি কলম্বিয়ার জনগণের সমর্থনের ইঙ্গিত দিচ্ছে।