IIT-Kharagpur-তে ভর্তি হতে যাওয়ার পথে ট্রেন থেকে নিখোঁজ ভিনরাজ্যের পড়ুয়া

- আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার
- / 166
পুবের কলম,ওয়েবডেস্ক: এক বুকআশা নিয়ে ভর্তি হতে যাচ্ছিলেন স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠান খড়্গপুর আইআইটি (IIT-Kharagpur)। আর যাত্রাপথেই ঘটে অজানা কোনও বিপত্তি। তারপর থেকেই নিখোঁজ পড়ুয়া। পুলিশি জিজ্ঞাসাবাদে নিখোঁজ পড়ুয়ার বাবা-মা জানিয়েছেন, মহারাষ্ট্রের জলগাঁও থেকে খড়গপুর আইআইটির উদ্দেশে রওনা দিয়েছিলেন অর্জুন পাটিল ও তাঁর পরিবার।
গত ২০ অগাস্ট মুম্বাই-হাওড়া শালিমার এক্সপ্রেস করে তাঁরা রওনা দেন। IIT-Kharagpur-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অর্জুনকে ভর্তি করবেন বলে ছেলের সঙ্গে আসছিলেন তাঁর বাবা-মা। কিন্তু খড়গপুর ঢোকার ঠিক দু’ঘণ্টা আগে ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে নিখোঁজ হয় অর্জুন।
বছর ১৯-এর অর্জুন বাথরুম যাওয়ার নাম করে বেরিয়েছিলেন। তারপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। এদিকে খড়্গপুর নেমে তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি ছেলের খোঁজ। অগত্যা পুলিশের শরণাপন্ন হন দম্পতি। ইতিমধ্যেই খড়্গপুর জিরাপি-তে অভিযোগ দায়ের করেন রবীন্দ্রকুমার।
অভিযোগের ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান। এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই খবর। এদিকে ছেলের শোকে পাথর পরিবার।