০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাগে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙেছিলেন, নিজের আচরণ নিয়ে অনুতপ্ত নন হরমনপ্রীত

পুবের কলম প্রতিবেদক: আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পারায় রাগে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙেছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। পরে তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে অশোভন আচরণ করে ফেলেছিলেন। যার ফলে পরবর্তীতে তিনি নিষেধাজ্ঞার শাস্তিও পান। সেই ঘটনার প্রায় এক মাস পর সাক্ষাৎকারে হরমনপ্রীত সাফ জানালেন, মিরপুরে নিজের আচরণে একদমই অনুতপ্ত নন। তার মতে, সেদিন কোনও ভুল তিনি করেননি।

 

এই মুহূর্তে রয়েছেন ইংল্যান্ডে। মেয়েদের দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে খেলছেন। সেখানে ম্যাচের ফাঁকে এক সাক্ষাৎকারে মিরপুরের ঘটনা নিয়ে ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, ‘আমি এটা বলব না যে সেদিনের ঘটনার জন্য আমি অনুশোচনায় ভুগছি। দিনের শেষে একজন খেলোয়াড় হিসেবে আপনি চাইবেন, যেন সবটাই ন্যায্য হয়। একজন খেলোয়াড় হিসেবে সব সময় আপনার অধিকার রয়েছে নিজের অনুভূতি প্রকাশ করার। আমি মনে করি না কোন ব্যক্তি বা খেলোয়াড়কে আমি ভুল কিছু বলেছি। আমি শুধু মাঠে কি হয়েছে সেই সব বলেছি। আমি কোন কিছু নিয়ে অনুতপ্ত না।’

 

এর আগে গত ২২ জুলাই মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। টাই হওয়া সেই ম্যাচে আম্পায়ার আউট দিলে রেগে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে দেন হরমনপ্রিত। রিপ্লেতে অবশ্য তার আউট নিয়ে কোন সংশয় খুঁজে পাওয়া যায়নি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারের কঠোর সমালোচনা করেন তিনি। ছবি তোলার সময় প্রতিপক্ষ বাংলাদেশ দলের খেলোয়াড়দের দিকেও কটূ মন্তব্য করতে দেখা যায় তাকে। যার জেরে ম্যাচ শেষে তাকে শাস্তি হিসেবে আইসিসি দুই ম্যাচ নিষিদ্ধ ও ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করে।

 

 

সর্বধিক পাঠিত

দেশীয় বাজারে এখনও ২.৮৩ কোটি ২০০০ টাকার নোট, জানাল আরবিআই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাগে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙেছিলেন, নিজের আচরণ নিয়ে অনুতপ্ত নন হরমনপ্রীত

আপডেট : ২১ অগাস্ট ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক: আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পারায় রাগে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙেছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। পরে তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে অশোভন আচরণ করে ফেলেছিলেন। যার ফলে পরবর্তীতে তিনি নিষেধাজ্ঞার শাস্তিও পান। সেই ঘটনার প্রায় এক মাস পর সাক্ষাৎকারে হরমনপ্রীত সাফ জানালেন, মিরপুরে নিজের আচরণে একদমই অনুতপ্ত নন। তার মতে, সেদিন কোনও ভুল তিনি করেননি।

 

এই মুহূর্তে রয়েছেন ইংল্যান্ডে। মেয়েদের দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে খেলছেন। সেখানে ম্যাচের ফাঁকে এক সাক্ষাৎকারে মিরপুরের ঘটনা নিয়ে ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, ‘আমি এটা বলব না যে সেদিনের ঘটনার জন্য আমি অনুশোচনায় ভুগছি। দিনের শেষে একজন খেলোয়াড় হিসেবে আপনি চাইবেন, যেন সবটাই ন্যায্য হয়। একজন খেলোয়াড় হিসেবে সব সময় আপনার অধিকার রয়েছে নিজের অনুভূতি প্রকাশ করার। আমি মনে করি না কোন ব্যক্তি বা খেলোয়াড়কে আমি ভুল কিছু বলেছি। আমি শুধু মাঠে কি হয়েছে সেই সব বলেছি। আমি কোন কিছু নিয়ে অনুতপ্ত না।’

 

এর আগে গত ২২ জুলাই মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। টাই হওয়া সেই ম্যাচে আম্পায়ার আউট দিলে রেগে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে দেন হরমনপ্রিত। রিপ্লেতে অবশ্য তার আউট নিয়ে কোন সংশয় খুঁজে পাওয়া যায়নি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারের কঠোর সমালোচনা করেন তিনি। ছবি তোলার সময় প্রতিপক্ষ বাংলাদেশ দলের খেলোয়াড়দের দিকেও কটূ মন্তব্য করতে দেখা যায় তাকে। যার জেরে ম্যাচ শেষে তাকে শাস্তি হিসেবে আইসিসি দুই ম্যাচ নিষিদ্ধ ও ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করে।