০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাইক্রোফোনের সামনেই ফক্সের সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করলেন বাইডেন

মাসুদ আলি
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 30

পুবের কলম ওয়েবডেস্ক : ক্যামেরার সামনে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের(Fox News) এক সাংবাদিকের সঙ্গে তুমুল বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(US President Joe Biden )। একপর্যায়ে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিও দিয়েছেন তিনি। স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসে এমন দৃশ্যের অবতারণা হয়।

সোমবার হোয়াইট হাউসে ‘হাউস ফোটো অপারেশন’ চলছিল। ইভেন্টের শেষে যখন সাংবাদিকরা সবাই ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, এই সময় ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি(Peter Doocy) বাইডেনকে প্রশ্ন করে বসেন, মুদ্রাস্ফীতি(inflation) কি রাজনৈতিক দায়? ভাবলেশহীন ভঙ্গিতে বাইডেন বলেন, ‘এটা দারুণ সম্পত্তি, আরও মুদ্রাস্ফীতি।’ এরপরেই তিনি বিড়বিড় করে বলে বসেন, ‘হোয়াট আ স্টুপিড সন অফ আ …(‘stupid son of a b****’ )!’

আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত জো বাইডেন

ফক্স নিউজের ওই সাংবাদিকের নাম পিটার ডুসি। তিনি এই অপমান ঝেড়ে ফেলে দিয়েছেন। উদাসীন ভাবে তাঁর উক্তি, কেউ এখনও বিষয়টার সত্যতা যাচাই করেনি এবং বলেনি যে এটা সত্যি নয়। পরে অবশ্য ডুসি বলেন, বাইডেন তাঁকে ফোন করেছিলেন এবং বলেছেন, ব্যক্তিগত আক্রমণ করতে চাননি।

আরও পড়ুন: ৪০ ইহুদি শিশুকে গলা কেটে হত্যা ! বলেছিলেন বাইডেন, হয়াইট হাউসই বিবৃতি দিয়ে জানালো সংবাদটি ভিত্তিহীন

এর আগে হোয়াইট হাউসে বাইডেন কিছু উল্টোপাল্টা বললে দ্রুতই তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবার কিন্তু এই কটূক্তি নিয়ে কোনও উচ্চবাচ্য নেই। বরং গোটা অনুষ্ঠানের একটা প্রতিলিপি দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে ওই গালাগালির অংশও। অর্থাৎ এ নিয়ে খুব একটা মাথাব্যথা নেই কারও। তবে বিরোধী দলের কেউ কেউ ভিডিওটা শেয়ার করে বাইডেন এবং তাঁর সমর্থকদের আক্রমণ করেছেন। এক সময় সাংবাদিকদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের আক্রমণ ন্যে সরব হয়েছিলেন তিনি। অথচ আজকের ঘটনায় ডেমোক্র্যাটরা সব চুপ, অভিযোগ বিরোধীদের।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাইক্রোফোনের সামনেই ফক্সের সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করলেন বাইডেন

আপডেট : ২৫ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : ক্যামেরার সামনে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের(Fox News) এক সাংবাদিকের সঙ্গে তুমুল বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(US President Joe Biden )। একপর্যায়ে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিও দিয়েছেন তিনি। স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসে এমন দৃশ্যের অবতারণা হয়।

সোমবার হোয়াইট হাউসে ‘হাউস ফোটো অপারেশন’ চলছিল। ইভেন্টের শেষে যখন সাংবাদিকরা সবাই ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, এই সময় ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি(Peter Doocy) বাইডেনকে প্রশ্ন করে বসেন, মুদ্রাস্ফীতি(inflation) কি রাজনৈতিক দায়? ভাবলেশহীন ভঙ্গিতে বাইডেন বলেন, ‘এটা দারুণ সম্পত্তি, আরও মুদ্রাস্ফীতি।’ এরপরেই তিনি বিড়বিড় করে বলে বসেন, ‘হোয়াট আ স্টুপিড সন অফ আ …(‘stupid son of a b****’ )!’

আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত জো বাইডেন

ফক্স নিউজের ওই সাংবাদিকের নাম পিটার ডুসি। তিনি এই অপমান ঝেড়ে ফেলে দিয়েছেন। উদাসীন ভাবে তাঁর উক্তি, কেউ এখনও বিষয়টার সত্যতা যাচাই করেনি এবং বলেনি যে এটা সত্যি নয়। পরে অবশ্য ডুসি বলেন, বাইডেন তাঁকে ফোন করেছিলেন এবং বলেছেন, ব্যক্তিগত আক্রমণ করতে চাননি।

আরও পড়ুন: ৪০ ইহুদি শিশুকে গলা কেটে হত্যা ! বলেছিলেন বাইডেন, হয়াইট হাউসই বিবৃতি দিয়ে জানালো সংবাদটি ভিত্তিহীন

এর আগে হোয়াইট হাউসে বাইডেন কিছু উল্টোপাল্টা বললে দ্রুতই তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবার কিন্তু এই কটূক্তি নিয়ে কোনও উচ্চবাচ্য নেই। বরং গোটা অনুষ্ঠানের একটা প্রতিলিপি দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে ওই গালাগালির অংশও। অর্থাৎ এ নিয়ে খুব একটা মাথাব্যথা নেই কারও। তবে বিরোধী দলের কেউ কেউ ভিডিওটা শেয়ার করে বাইডেন এবং তাঁর সমর্থকদের আক্রমণ করেছেন। এক সময় সাংবাদিকদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের আক্রমণ ন্যে সরব হয়েছিলেন তিনি। অথচ আজকের ঘটনায় ডেমোক্র্যাটরা সব চুপ, অভিযোগ বিরোধীদের।