০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
সফল উৎক্ষেপণ, বিশ্বের সব জায়গায় হামলা চালাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র

কিবরিয়া আনসারি
- আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার
- / 13
পুবের কলম, ওয়েবডেস্ক: সামরিক শক্তির দিক দিয়ে ইরান যে পিছিয়ে নেই, তা আবারো বুঝিয়ে দিল ইব্রাহিম রাইসির সরকার। মঙ্গলবার এক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করেছে দেশটি। সেই উৎক্ষেপণে সফল হয়েছে ইরান। ফলে সামরিক শক্তির দিক দিয়ে আরও একধাপ এগিয়ে গেল ইরান। আন্তজার্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবারের মতো আইআরজিসির যুদ্ধজাহাজ থেকে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ইরানের দাবি, ক্ষেপণাস্ত্রটি ইরানের মরুভূমিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে, পরীক্ষামূলক উৎক্ষেপণে ৭৫০ কিলোমিটার পথ অতিক্রম করে। বিশ্বের যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ওই ক্ষেপণাস্ত্রটি। এই সাফল্যের মধ্যদিয়ে নৌশক্তির পরিধি ও শক্তি আরও বাড়ল বলেই মনে করছে ইরান।