১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কমনওয়েলথের প্যারা ভারোত্তোলনে সোনা জয় সুধীরের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 72

পুবের কলম, ওয়েব ডেস্ক:  কমনওয়েলথ গেমসে ভারতের ঘরে এল আরও একটি সোনার পদক। শুক্রবার পুরুষদের হেভিওয়েট প্যারা ভারোত্তোলনে গেমস রেকর্ড গড়ে দেশকে সোনার পদক এনে দিলেন সুধীর।  তিনি মোট ১৩৪.৫ পয়েন্ট পেয়েছেন। যেটি গেমস রেকর্ড। সুধীর প্রথম প্রচেষ্টায় ২০৮ কেজি ভার তোলেন। দ্বিতীয় চেষ্টায় তিনি তোলেন ২১২ কেজি।

উল্লেখ্য, ২৭ বছরের সুধীর পোলিওয় আক্রান্ত। চলতি কমনওয়েলথ গেমসে ভারতকে প্যারা স্পোর্টসে তিনিই প্রথম পদক এনে দিলেন। এই বছর জুন মাসে প্যারা এশিয়া-ওশেনিয়া ওপেন চ্যাম্পিয়নশিপে রোঞ্জ জিতেছিলেন সুধীর।

সোনা জয়ের পরে সুধীরকে অভিনন্দন জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, কমনওয়েলথের প্যারা-স্পোর্টসে দারুণ শুরু করল ভারত। সৌজন্যে সুধীর। তাঁকে জানাই অনেক শুভেচ্ছা।  সুধীর ধারবাহিকভাবে ভালো পারফর্ম করে আসছেন। আগামী দিনেও তাঁর সাফল্য কামনা করি।’

অভিনন্দন জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। টুইট করে তিনি লিখেছেন, ‘সোনার পদক জয়ের জন্য সুধীরকে জানাই অনেক শুভেচ্ছা। আপনি প্যারা ভারোত্তোলনে দেশকে ঐতিহাসিক সোনা এনে দিয়েছেন। আপনার অসাধারণ পারফরম্যান্স, আত্মনিবেদন দেশকে পদক এনে দিয়েছে। লেখা হয়েছে গৌরবগাথা। ভবিষ্যতেও আপনার ঔজ্জ্বল্য বজায় থাকুক।’

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কমনওয়েলথের প্যারা ভারোত্তোলনে সোনা জয় সুধীরের

আপডেট : ৫ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক:  কমনওয়েলথ গেমসে ভারতের ঘরে এল আরও একটি সোনার পদক। শুক্রবার পুরুষদের হেভিওয়েট প্যারা ভারোত্তোলনে গেমস রেকর্ড গড়ে দেশকে সোনার পদক এনে দিলেন সুধীর।  তিনি মোট ১৩৪.৫ পয়েন্ট পেয়েছেন। যেটি গেমস রেকর্ড। সুধীর প্রথম প্রচেষ্টায় ২০৮ কেজি ভার তোলেন। দ্বিতীয় চেষ্টায় তিনি তোলেন ২১২ কেজি।

উল্লেখ্য, ২৭ বছরের সুধীর পোলিওয় আক্রান্ত। চলতি কমনওয়েলথ গেমসে ভারতকে প্যারা স্পোর্টসে তিনিই প্রথম পদক এনে দিলেন। এই বছর জুন মাসে প্যারা এশিয়া-ওশেনিয়া ওপেন চ্যাম্পিয়নশিপে রোঞ্জ জিতেছিলেন সুধীর।

সোনা জয়ের পরে সুধীরকে অভিনন্দন জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, কমনওয়েলথের প্যারা-স্পোর্টসে দারুণ শুরু করল ভারত। সৌজন্যে সুধীর। তাঁকে জানাই অনেক শুভেচ্ছা।  সুধীর ধারবাহিকভাবে ভালো পারফর্ম করে আসছেন। আগামী দিনেও তাঁর সাফল্য কামনা করি।’

অভিনন্দন জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। টুইট করে তিনি লিখেছেন, ‘সোনার পদক জয়ের জন্য সুধীরকে জানাই অনেক শুভেচ্ছা। আপনি প্যারা ভারোত্তোলনে দেশকে ঐতিহাসিক সোনা এনে দিয়েছেন। আপনার অসাধারণ পারফরম্যান্স, আত্মনিবেদন দেশকে পদক এনে দিয়েছে। লেখা হয়েছে গৌরবগাথা। ভবিষ্যতেও আপনার ঔজ্জ্বল্য বজায় থাকুক।’