০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলীয় সেনায় আত্মহত্যা বাড়ছে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ অগাস্ট ২০২২, শনিবার
  • / 35

 

পুবের কলম ওয়েবডেস্কঃ অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে আত্মহত্যা দিন দিন বেড়ে চলেছে। প্রশান্ত মহাসাগরীয় এই দেশটির সেনাবাহিনীর প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যে বেড়েছে আত্মহত্যার হার। একটি যুগান্তকারী প্রতিবেদনে অস্ট্রেলিয়ার সেনায় আত্মহত্যার উচ্চ হারের বিষয়টি উঠে আসার পর এটিকে একটি ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসাবে উল্লেখ করা হয়েছে।  আট মাস ধরে কয়েক’শ মানুষের সাক্ষাৎকার নিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষ সরকারি একটি তদন্ত সংস্থা। সংস্থাটি দেশটির সেনাবাহিনীতে প্রাক্তন ও বর্তমান চাকরিজীবীদের সাক্ষাৎকার নেয়। রয়্যাল কমিশনের নেওয়া ওই সাক্ষাৎকারে দেখা গেছে, অত্যাধিক জটিল প্রশাসনিক পদ্ধতির কারণে অস্ট্রেলিয়ার সেনায় কর্মরত নারী ও পুরুষরা কার্যত সংগ্রাম করছেন এবং অবসরের পর সহায়তা-সমর্থনের অভাবে জীবনযাপন করছেন। এই প্রতিবেদন প্রকাশের পরই ক্ষমা চেয়েছে অস্ট্রেলিয়ার সরকার। একইসঙ্গে রিপোর্টে উল্লেখ করা সুপারিশগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। অস্ট্রেলিয়ার ভেটেরান্স বিষয়ক মন্ত্রী ম্যাট কিয়োগ বলেছেন, ‘এটি খুবই দু:খজনক যে, বিগত ২০ বছরে আফগানিস্তান ও ইরাকে যুদ্ধের সময় অস্ট্রেলিয়া যত সেনা হারিয়েছে, তার চেয়ে বেশি সেনা আমরা হারিয়েছি আত্মহত্যার কারণে।’ ২০০১ সাল থেকে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে আত্মহত্যার মাধ্যমে মৃত্যু হয়েছে বর্তমান ও প্রাক্তন ১,২০০ জনেরও বেশি সদস্যের । গবেষণায় দেখা গেছে, যুবকদের তুলনায় প্রবীণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ট্রেলীয় সেনায় আত্মহত্যা বাড়ছে

আপডেট : ১৩ অগাস্ট ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে আত্মহত্যা দিন দিন বেড়ে চলেছে। প্রশান্ত মহাসাগরীয় এই দেশটির সেনাবাহিনীর প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যে বেড়েছে আত্মহত্যার হার। একটি যুগান্তকারী প্রতিবেদনে অস্ট্রেলিয়ার সেনায় আত্মহত্যার উচ্চ হারের বিষয়টি উঠে আসার পর এটিকে একটি ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসাবে উল্লেখ করা হয়েছে।  আট মাস ধরে কয়েক’শ মানুষের সাক্ষাৎকার নিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষ সরকারি একটি তদন্ত সংস্থা। সংস্থাটি দেশটির সেনাবাহিনীতে প্রাক্তন ও বর্তমান চাকরিজীবীদের সাক্ষাৎকার নেয়। রয়্যাল কমিশনের নেওয়া ওই সাক্ষাৎকারে দেখা গেছে, অত্যাধিক জটিল প্রশাসনিক পদ্ধতির কারণে অস্ট্রেলিয়ার সেনায় কর্মরত নারী ও পুরুষরা কার্যত সংগ্রাম করছেন এবং অবসরের পর সহায়তা-সমর্থনের অভাবে জীবনযাপন করছেন। এই প্রতিবেদন প্রকাশের পরই ক্ষমা চেয়েছে অস্ট্রেলিয়ার সরকার। একইসঙ্গে রিপোর্টে উল্লেখ করা সুপারিশগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। অস্ট্রেলিয়ার ভেটেরান্স বিষয়ক মন্ত্রী ম্যাট কিয়োগ বলেছেন, ‘এটি খুবই দু:খজনক যে, বিগত ২০ বছরে আফগানিস্তান ও ইরাকে যুদ্ধের সময় অস্ট্রেলিয়া যত সেনা হারিয়েছে, তার চেয়ে বেশি সেনা আমরা হারিয়েছি আত্মহত্যার কারণে।’ ২০০১ সাল থেকে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে আত্মহত্যার মাধ্যমে মৃত্যু হয়েছে বর্তমান ও প্রাক্তন ১,২০০ জনেরও বেশি সদস্যের । গবেষণায় দেখা গেছে, যুবকদের তুলনায় প্রবীণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন