শিবপুরে রামনবমীর সংঘর্ষের ঘটনায় ধৃত সুমিত সাউকে আজ আদালতে তোলা হবে

- আপডেট : ৫ এপ্রিল ২০২৩, বুধবার
- / 108
আইভি আদক, হাওড়া: শিবপুরে রামনবমীর সংঘর্ষের ঘটনায় ধৃত সুমিত সাউকে আজ আদালতে তোলা হবে। রামনবমীর শোভাযাত্রায় আগ্নেয়াস্ত্র নিয়ে দেখা গিয়েছিল এই যুবককে। সেই সুমিত সাউ গ্রেফতার করা হয় বিহারের মুঙ্গের থেকে। আগ্নেয়াস্ত্র নিয়ে রামনবমীর মিছিলে শামিল হওয়া ‘পলাতক’ যুবককে অবশেষে বিহারের মুঙ্গের থেকে পুলিশ গ্রেফতার করেছে।
হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবককে গ্রেফতার করে। জানা গেছে, ধৃতের নাম সুমিত সাউ(১৯)। বাড়ি হাওড়ার সালকিয়া মালিপাঁচঘড়ার শম্ভু হালদার লেনে। জানা গেছে, বিহারের মুঙ্গেরে এক আত্মীয়ের বাড়িতে সে আত্মগোপন করেছিল। অভিযোগ, বৃহস্পতিবার হাওড়ার শিবপুরে রামনবমীর শোভাযাত্রায় তাকে আগ্নেয়াস্ত্র নিয়ে সামিল হতে দেখা গিয়েছিল।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ভিডিও ট্যুইট করেছিলেন এবং পরে এক সাংবাদিক বৈঠকে তা প্রকাশ করেছিলেন। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। শিবপুরের অশান্তির ঘটনার পর পুলিশ ৩৮ জনকে গ্রেফতার করলেও এতদিন পলাতক ছিলেন ওই যুবক। এরপর পুলিশ বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে ওই অভিযুক্তের খোঁজ পায়। হাওড়া সিটি পুলিশের একটি দল বিহারের উদ্দেশ্যে রওনা হয়। ধৃতের মোবাইল টাওয়ার ট্র্যাক করে মঙ্গলবার সকালে তাকে মুঙ্গের থেকে গ্রেফতার করা হয়।
তৃণমূলের দাবি, ধৃত যুবক এলাকার সক্রিয় বিজেপি কর্মী। পুলিশ সূত্রের খবর, সিআইডি ঘটনার তদন্ত করছে।