আন্তর্জাতিক চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যালে “সুন্দরবনের বেলা”

- আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 29
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং : কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যালে স্থান পেলো ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র “সুন্দরবনের বেলা”।৩রা আগষ্ট কলকাতা শহীদ সূর্ষ সেন ভবনে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যালটি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবে চলচ্চিত্রের পরিচালিকা কাজরী মোদক ও জয়ন্ত দাশগুপ্ত।
অনুষ্ঠানের শুভ সূচনা হবে সকাল ৯ টা থেকে।এবারে এই আন্তর্জাতিক চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যালে ৩৬ টি ফিল্ম স্থান পেয়েছে।আর তারই মধ্যে স্থান পেল সুন্দরবনের জল জঙ্গল ও মানুষের কাহিনী নিয়ে গল্প পাল ফিল্ম প্রোডাকশন নিবেদিত ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র সুন্দরবনের বেলা।সুন্দরবনের বাঘ বিধবাদের করুন কাহিনী এবং সুন্দরবনের মানুষের জীবিকা নিয়ে এই ফিল্মের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় বিশ্বজিৎ পাল।
ফিল্মে অসাধারণ কটি গান আছে।যার গীতিকার বিশ্বজিৎ পাল এবং কন্ঠ শিল্পী স্বরুপা শর্মা মাষ্টার সর্বজিৎ কুমার বিশ্বজিৎ।ফিল্মে সংগীত পরিচালক সত্যজিৎ পাল।ডিওপি অমিত মুখার্জি সম্পাদনা সুমন্ত ঘোষ প্রযোজক কাকলী পাল।রূপ সজ্জায় সুরজিৎ পাল।
অভিনয়ে সৌগত ঘোষ, তনুশ্রী মন্ডল, মিনাক্ষী দাস, পলাশ দাস, নীলাঞ্জনা পাত্র, রূপা সূতার, অমল নায়েক, জুলি সরদার, সুজাতা নাথ, অভিজিৎ শ্রীমানী, বিমল দাস, তুলিকা দাস, শংঙ্করি পাল, প্রসেনজিৎ অধিকারী, তন্ময় নস্কর সহ অন্যান্য শিল্পী কুশলী।
আন্তর্জাতিক চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যালের টেকনিক্যাল হেড অয়ন রায় জানান আন্তর্জাতিক চলচ্চিত্র ফিল্ম ফেস্টিভ্যালে মোট ৩৬ টি স্বপ্লদৈর্ঘ্যের চলচ্চিত্র স্থান পেয়েছে।আগামী ৩রা আগস্ট সকাল ৯ টায় শহীদ সূর্ষ সেন হলে শুভ সূচনা হবে।সকলকে আহ্বান জানান এই ফিল্ম ফেস্টিভ্যাল অংশগ্রহণ করে সার্থক করে তোলার জন্য।তবে এবারে এই ফিল্ম ফেস্টিভ্যালে সুন্দরবন থেকে একটি স্বপ্লদৈর্ঘ্যের ফিল্ম এসেছে পাল ফিল্ম প্রোডাকশনের “সুন্দরবনের বেলা”।