০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আবার বাঘের কামড়ে মৃত্যু সুন্দরবনের এক মৎস্যজীবির

সুস্মিতা
  • আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
  • / 253

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : আবার বাঘের কামড়ে মৃত্যু সুন্দরবনের এক মৎস্যজীবির।শোকের ছায়া এলাকায়। সঙ্গীদের সঙ্গে কাঁকড়া ধরতে সুন্দরবনের ভিতরে গিয়েছিলেন মৎস্যজীবি চিরঞ্জিত মণ্ডল। নৌকা থেকে তাঁকে টেনে নিয়ে গেল বাঘ। তাঁকে উদ্ধারে দুই সঙ্গী বাঘের পিছনে খানিকটা গিয়েছিলেন বলেও খবর।

যদিও পরে তাঁরা প্রাণভয়ে গ্রামে ফিরে এসেছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বুড়িরডাবরি জঙ্গলে। বনকর্মীরা নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছেন বলে খবর।জানা গিয়েছে, চিরঞ্জিত মণ্ডলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গোসাবার কালিদাসপুর এলাকায়।

সোমবার দুই সঙ্গীকে নিয়ে নৌকায় করে সুন্দরবনের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। বুড়িরডাবরির জঙ্গল এলাকায় খাঁড়িতে নৌকায় বসে কাঁকড়া ধরছিলেন তাঁরা। তিনজনেই জঙ্গলের দিকে পিঠ রেখে কাঁকড়া ধরায় মগ্ন ছিলেন বলে খবর।আর সেসময়ই জঙ্গল থেকে বেরিয়ে চুপিসাড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার নৌকার কাছে পৌঁছে যায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই নৌকায় উঠে বাঘটি চিরঞ্জিত মণ্ডলকে ঘাড়ে কামড় দিয়ে জঙ্গলের দিকে পিঠটান দেয়।

এই ঘটনায় প্রথমে ভীত হয়ে পড়েছিলেন অন্য দুই সঙ্গী। পরে বাঁশ, লাঠি নিয়ে চিরঞ্জিতকে বাঁচাতে বনের দিকে বাঘের পিছুও নিয়েছিলেন তারা। ততক্ষণে বাঘটি ওই ব্যক্তিকে নিয়ে বনের ভিতর চলে যায়। শেষপর্যন্ত প্রাণভয়ে দুই সঙ্গী নৌকায় ফিরে গ্রামের দিকে রওনা দেয়।

মঙ্গলবার রাতে গোসাবার গ্রামে ফেরেন সঙ্গীরা। দুঃসংবাদ জানানো হয় পরিবারের সদস্যদের। ঘটনার কথা শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। বনদপ্তরেও বিষয়টি জানানো হয়েছে। বনকর্মীরা ওই ব্যক্তির খোঁজে জঙ্গলে তল্লাশি শুরু করেছেন বলে খবর।তবে এখনো পর্যন্ত দেহের কোনো খোঁজ পাওয়া যায়নি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবার বাঘের কামড়ে মৃত্যু সুন্দরবনের এক মৎস্যজীবির

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : আবার বাঘের কামড়ে মৃত্যু সুন্দরবনের এক মৎস্যজীবির।শোকের ছায়া এলাকায়। সঙ্গীদের সঙ্গে কাঁকড়া ধরতে সুন্দরবনের ভিতরে গিয়েছিলেন মৎস্যজীবি চিরঞ্জিত মণ্ডল। নৌকা থেকে তাঁকে টেনে নিয়ে গেল বাঘ। তাঁকে উদ্ধারে দুই সঙ্গী বাঘের পিছনে খানিকটা গিয়েছিলেন বলেও খবর।

যদিও পরে তাঁরা প্রাণভয়ে গ্রামে ফিরে এসেছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বুড়িরডাবরি জঙ্গলে। বনকর্মীরা নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছেন বলে খবর।জানা গিয়েছে, চিরঞ্জিত মণ্ডলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গোসাবার কালিদাসপুর এলাকায়।

সোমবার দুই সঙ্গীকে নিয়ে নৌকায় করে সুন্দরবনের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। বুড়িরডাবরির জঙ্গল এলাকায় খাঁড়িতে নৌকায় বসে কাঁকড়া ধরছিলেন তাঁরা। তিনজনেই জঙ্গলের দিকে পিঠ রেখে কাঁকড়া ধরায় মগ্ন ছিলেন বলে খবর।আর সেসময়ই জঙ্গল থেকে বেরিয়ে চুপিসাড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার নৌকার কাছে পৌঁছে যায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই নৌকায় উঠে বাঘটি চিরঞ্জিত মণ্ডলকে ঘাড়ে কামড় দিয়ে জঙ্গলের দিকে পিঠটান দেয়।

এই ঘটনায় প্রথমে ভীত হয়ে পড়েছিলেন অন্য দুই সঙ্গী। পরে বাঁশ, লাঠি নিয়ে চিরঞ্জিতকে বাঁচাতে বনের দিকে বাঘের পিছুও নিয়েছিলেন তারা। ততক্ষণে বাঘটি ওই ব্যক্তিকে নিয়ে বনের ভিতর চলে যায়। শেষপর্যন্ত প্রাণভয়ে দুই সঙ্গী নৌকায় ফিরে গ্রামের দিকে রওনা দেয়।

মঙ্গলবার রাতে গোসাবার গ্রামে ফেরেন সঙ্গীরা। দুঃসংবাদ জানানো হয় পরিবারের সদস্যদের। ঘটনার কথা শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। বনদপ্তরেও বিষয়টি জানানো হয়েছে। বনকর্মীরা ওই ব্যক্তির খোঁজে জঙ্গলে তল্লাশি শুরু করেছেন বলে খবর।তবে এখনো পর্যন্ত দেহের কোনো খোঁজ পাওয়া যায়নি।