ISL স্থগিত: অনিশ্চয়তার মুখে ভারতীয় ফুটবল, উদ্বেগ প্রকাশ সুনীল ছেত্রীর

- আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার
- / 30
পুবের কলম ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। দেশের শীর্ষস্থানীয় ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর আয়োজক সংস্থা FSDL সাফ জানিয়ে দিয়েছে, নতুন চুক্তি না হওয়া পর্যন্ত তারা আর টুর্নামেন্টের আয়োজন করতে পারবে না। অন্যদিকে AIFF স্পষ্ট করে দিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া চুক্তি নবীকরণ সম্ভব নয়। ফলে আপাতত অন্ধকারেই দেশের অন্যতম বড় ফুটবল লিগের ভবিষ্যৎ।
ISL বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের ফুটবলাররাই— এমন আশঙ্কায় সরব ক্রীড়াপ্রেমীরা। এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বুধবার নিজের এক্স হ্যান্ডলে তিনি এক দীর্ঘ পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন।
পোস্টের শুরুতেই সুনীল মজার ছলে লেখেন, প্রাক-মরশুম প্রস্তুতি দেরি হওয়ার খবর পেয়ে প্রথমে তিনি খুশিই হয়েছিলেন। কিন্তু সেই দেরি যখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়, তখন চিন্তা বাড়তে থাকে। তিনি লেখেন, ‘‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। শুধু বেঙ্গালুরু নয়, বিভিন্ন ক্লাবের ফুটবলার, সাপোর্ট স্টাফ, ফিজ়িওদের কাছ থেকেও ফোন ও মেসেজ পেয়েছি। সবাই আতঙ্কিত এবং দিশেহারা।’’
ছেত্রী আরও বলেন, AIFF, FSDL ও ভারতীয় ফুটবল প্রশাসনের সঙ্গে জড়িত প্রত্যেকে সমাধানের পথ খুঁজতে চেষ্টা করছেন। ফুটবলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত হাজার হাজার মানুষের জীবিকা এই লিগের উপর নির্ভরশীল। কিটম্যান থেকে মাঠকর্মী, ক্লাব কুক থেকে গ্রাউন্ডসম্যান— সকলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় সুনীল। তবে সকলকে ধৈর্য রাখতে এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
ISL বন্ধ থাকায় সবচেয়ে বিপাকে জুনিয়র ফুটবলাররা। এই লিগের মঞ্চে উঠে আসেন বহু তরুণ ফুটবলার, যাঁদের স্বপ্নের শুরুই হয় এখান থেকে। তাঁদের উদ্দেশে ভারত অধিনায়ক বলেছেন, ‘‘এই কঠিন সময়ে একে অপরের পাশে থাকতে হবে। ট্রেনিং চালিয়ে যাও, নিজেকে তৈরি রাখো। এই সমস্যার সমাধান হবে, আর খুব শিগগিরই ভারতীয় ফুটবল তার চেনা ছন্দে ফিরবে।’’
ফুটবলমহলের মতে, AIFF ও FSDL-কে দ্রুত সমস্যার সমাধান করতে হবে, নাহলে ভারতীয় ফুটবল আরও পিছিয়ে পড়বে বলে আশঙ্কা করছেন দেশের ফুটবলপ্রেমীরা।