খালিদের ভারতীয় দলে জায়গা হল না সুনীল ছেত্রীর

- আপডেট : ১৬ অগাস্ট ২০২৫, শনিবার
- / 140
পুবের কলম ওয়েবডেস্ক : ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে নাম ঘোষণা হওয়ার দু’দিনের মধ্যেই চমক দেখালেন খালিদ জামিল। নেশনস কাপের জন্য প্রাথমিকভাবে যে ৩৫ জনকে বেছে নিয়েছেন তিনি তাতে নাম নেই সুনীল ছেত্রীর। দলে জায়গা পেয়েছেন একাধিক নতুন ফুটবলার।
এই ৩৫ জনের মধ্যে মোহনবাগানের ফুটবলার রয়েছেন সাত জন এবং ইস্টবেঙ্গলের তিন জন। প্রসঙ্গত, নেশনস কাপ শুরু হবে ২৯ আগস্ট থেকে। গ্রুপ ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে ইরান , আফগানিস্তান এবং তাজিকিস্তান।
দেশের জার্সিতে ৯৫ গোল করা সুনীল গত বছরের জুন মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেন। পরে তৎকালীন কোচ মানোলো মার্কুয়েজের আবেদনে সাড়া দিয়ে চলতি বছরের মার্চ মাসে অবসর ভেঙে ভারতীয় ফুটবলে ফেরেন সুনীল। খালিদ অবশ্য ৪১ বছরের সুনীলকে বর্তমান দলে রাখেননি। দলে ডাক পেয়েছেন জামশেদপুর এফসির মনবীর সিং। বর্তমানে যে দলের কোচ খালিদ।
৩৫ সদস্যের মধ্যে মোহনবাগানের যে সাত জন ডাক পেয়েছেন তাঁরা হলেন- বিশাল কাইথ, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং এবং সাহাল আধুল সামাদ। এবং লাল-হলুদের তিন ফুটবলার হলেন, আনোয়ার আলি, জিকসন সিং এবং নাওরেম মহেশ। ৩৫ জনের মধ্যে ২২ জন ফুটবলারই শনিবার জাতীয় শিবিরে যোগ দিয়েছেন।