০৮ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
তিনদিনের মধ্যে রিপোর্ট চেয়ে সিপিকে চিঠি

Jadavpur Student’s Death Case: যাদবপুরের ছাত্রী মৃত্যুর ঘটনায় স্বত:প্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের

পুবের কলম ওয়েবডেস্ক : যাদবপুরের ছাত্রীর মৃত্যুর ঘটনায় কলকাতার নগরপাল মনোজ ভর্মাকে চিঠি লিখল জাতীয় মহিলা কমিশন। এ দিন সেই চিঠি প্রসঙ্গে নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে তারা। সেই পোস্টে কমিশন জানিয়েছে, যাদবপুরে ছাত্রীর মৃত্যুর ঘটনায় পাওয়া তথ্যের ভিত্তিতে একটি স্বতপ্রণোদিত মামলা দায়ের করেছে জাতীয় মহিলা কমিশন।

পাশাপাশি, কলকাতার পুলিশ কমিশনারকে একটি চিঠি পাঠিয়ে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি করেছে তারা। নজর দিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতির উপর। আর এই প্রসঙ্গে আগামী তিনদিনের মধ্যে সিপিকে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ওই চিঠিতে।

আরও পড়ুন: পড়ুয়াদের ‘হেনস্থা’ করছে পুলিশ, যাদবপুর নিয়ে ফের মামলা হাইকোর্টে

ঘটনা বৃহস্পতিবার রাতের। বিশ্ববিদ্যালয় চার নম্বর গেট লাগোয়া ঝিল পাড়ে হঠাৎ করেই একটা দেহ ভেসে উঠতে দেখেন পড়ুয়ারা। পড়ে যায় শোরগোল। নিমিষের মধ্যে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু ততক্ষণে প্রাণ গিয়েছে। জানা যায়, মৃতের নাম অনামিকা মণ্ডল।

আরও পড়ুন: নেশা ও মাদকজাত দ্রব্য নিষিদ্ধ, যাদবপুর ক্যাম্পাসে বসছে নারকটিক্স-অ্যালকোহল ডিটেক্টর

যাদবপুরের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। প্রাথমিক ভাবে, সেই মৃত্যু ঘিরে তৈরি হয় নানা জল্পনা। পড়ুয়াদের সূত্রে জানা গিয়েছে, ওই দিন পার্কিং লটের সামনে ড্রামা ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠান চলছিল। নিহত ছাত্রী সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন। কিন্তু ৯টা ৫৫মিনিট নাগাদ হঠাৎ করেই শৌচালয়ে যাওয়ার জন্য ওঠেন তিনি। তারপরই উধাও। কিছুক্ষণ পরে তার দেহ ভেসে থাকতে দেখা যায় ওই ঝিলের জলে।

আরও পড়ুন: নয়া সাজে রসনা তৃপ্তিতে এবার আর্সেলান বিরিয়ানির দোকান যাদবপুরের তালতলায়

শুক্রবার সন্ধ্যায় দেহের ময়নাতদন্তের রিপোর্ট মিলেছে। তাতে শরীরে কোনও আঘাতের কথা উল্লেখ নেই। জলে ডুবেই মৃত্যু হয়েছে বলে জানান হয়েছে। কিন্তু তাতে তিনি মদ্যপান বা অন্য কোনও মাদক সেবন করেছিলেন কিনা তা জানা যায়নি। আপাতত ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। অবশ্য, এই ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলায় কোথায় রোহিঙ্গা, ঘুষপাটিয়া: বিজেপিকে নিশানা অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিনদিনের মধ্যে রিপোর্ট চেয়ে সিপিকে চিঠি

Jadavpur Student’s Death Case: যাদবপুরের ছাত্রী মৃত্যুর ঘটনায় স্বত:প্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : যাদবপুরের ছাত্রীর মৃত্যুর ঘটনায় কলকাতার নগরপাল মনোজ ভর্মাকে চিঠি লিখল জাতীয় মহিলা কমিশন। এ দিন সেই চিঠি প্রসঙ্গে নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে তারা। সেই পোস্টে কমিশন জানিয়েছে, যাদবপুরে ছাত্রীর মৃত্যুর ঘটনায় পাওয়া তথ্যের ভিত্তিতে একটি স্বতপ্রণোদিত মামলা দায়ের করেছে জাতীয় মহিলা কমিশন।

পাশাপাশি, কলকাতার পুলিশ কমিশনারকে একটি চিঠি পাঠিয়ে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি করেছে তারা। নজর দিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতির উপর। আর এই প্রসঙ্গে আগামী তিনদিনের মধ্যে সিপিকে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ওই চিঠিতে।

আরও পড়ুন: পড়ুয়াদের ‘হেনস্থা’ করছে পুলিশ, যাদবপুর নিয়ে ফের মামলা হাইকোর্টে

ঘটনা বৃহস্পতিবার রাতের। বিশ্ববিদ্যালয় চার নম্বর গেট লাগোয়া ঝিল পাড়ে হঠাৎ করেই একটা দেহ ভেসে উঠতে দেখেন পড়ুয়ারা। পড়ে যায় শোরগোল। নিমিষের মধ্যে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু ততক্ষণে প্রাণ গিয়েছে। জানা যায়, মৃতের নাম অনামিকা মণ্ডল।

আরও পড়ুন: নেশা ও মাদকজাত দ্রব্য নিষিদ্ধ, যাদবপুর ক্যাম্পাসে বসছে নারকটিক্স-অ্যালকোহল ডিটেক্টর

যাদবপুরের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। প্রাথমিক ভাবে, সেই মৃত্যু ঘিরে তৈরি হয় নানা জল্পনা। পড়ুয়াদের সূত্রে জানা গিয়েছে, ওই দিন পার্কিং লটের সামনে ড্রামা ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠান চলছিল। নিহত ছাত্রী সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন। কিন্তু ৯টা ৫৫মিনিট নাগাদ হঠাৎ করেই শৌচালয়ে যাওয়ার জন্য ওঠেন তিনি। তারপরই উধাও। কিছুক্ষণ পরে তার দেহ ভেসে থাকতে দেখা যায় ওই ঝিলের জলে।

আরও পড়ুন: নয়া সাজে রসনা তৃপ্তিতে এবার আর্সেলান বিরিয়ানির দোকান যাদবপুরের তালতলায়

শুক্রবার সন্ধ্যায় দেহের ময়নাতদন্তের রিপোর্ট মিলেছে। তাতে শরীরে কোনও আঘাতের কথা উল্লেখ নেই। জলে ডুবেই মৃত্যু হয়েছে বলে জানান হয়েছে। কিন্তু তাতে তিনি মদ্যপান বা অন্য কোনও মাদক সেবন করেছিলেন কিনা তা জানা যায়নি। আপাতত ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। অবশ্য, এই ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে নানা প্রশ্ন।