পতঞ্জলির বিরুদ্ধে হওয়া দীর্ঘদিনের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

- আপডেট : ১৬ অগাস্ট ২০২৫, শনিবার
- / 208
পুবের কলম ওয়েবডেস্ক : পতঞ্জলি আয়ুর্বেদের বিজ্ঞাপনের বিরুদ্ধে পূর্বে দায়ের করা এক মামলা বন্ধ করল সুপ্রিম কোর্ট। পূর্বে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, শীর্ষ আদালতে পতঞ্জলির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। বর্তমানে মামলার শুনানিতে বিচারপতি বি. ভি. নাগরত্না বলেন, ‘যখন কোনও পণ্যের উৎপাদনে অনুমতি দেওয়া হয়েছে, তখন কিন্তু সেই পণ্যের বিজ্ঞাপন দেওয়া একপ্রকার স্বাভাবিক বিষয়। কারণ যে কোন ব্যবসায়িক ক্ষেত্রে এই বিজ্ঞাপনের ভূমিকা অনস্বীকার্য’।
গত ১১ই আগস্ট, শীর্ষ আদালত এই মামলাটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। সূত্রের খবর, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন দাবি করেছে, পতঞ্জলি আয়ুর্বেদ তাদের কিছু বিজ্ঞাপন দাবি করেছিল যে, তাদের পণ্যগুলি বিভিন্ন রোগ সম্পূর্ণ নিরাময় করতে সক্ষম। IMA দাবি করেছিল, এই বিজ্ঞাপনের মাধ্যমে আধুনিক চিকিৎসা পদ্ধতি বা অ্যালোপ্যাথি চিকিৎসাকে আয়ুর্বেদের তলায় দেখানো হচ্ছে। এই নিয়ে আদালত বিজ্ঞাপনের বিষয়ে সচেতন থাকার জন্য পতঞ্জলি আয়ুর্বেদকে নির্দেশ দিয়েছে।
কেন্দ্র সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই নিয়ে যুক্তি দিয়েছেন যে, ‘যদি নিয়ম না মেনে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বিজ্ঞাপন দেখানো হয় এবং তাতে যদি বিভ্রান্তিকর কিছু দেখানো হয়, তখন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে’। আর এই কারণেই কিন্তু কেন্দ্র সরকার ড্রাগস অ্যান্ড কসমেটিক্স রুলস ১৯৪৫ থেকে রুল ১৭০ বাদ দিয়েছিল। কারণ এই নিয়ম অনুযায়ী, যে কোন ঐতিহ্যবাহী ওষুধের বিজ্ঞাপনের জন্য কিন্তু আগাম অনুমোদনের প্রয়োজন হতো।
আইনজীবী প্রণব সচদেবা কিন্তু রুল ১৭০ বহাল রাখার পক্ষে যুক্তি দেন। তিনি বলেন, ‘অনেকে এইসব কারণে খুব সহজেই প্রতারিত হন। আয়ুর্বেদিক বিজ্ঞাপনে বলা হচ্ছে, এটি যে কোনও রোগের সম্পূর্ণ নিরাময় করতে পারবে, আর তাতেই অনেকে প্রলুব্ধ হয়ে পড়বে’। এই ঘটনায়, মেহতা বলেন, ‘কোন মানুষের বুদ্ধিমত্তা নিয়ে কখনই সন্দেহ প্রকাশ করা উচিত নয়’। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে, পতঞ্জলি এবং অন্যান্য আয়ুর্বেদিক সংস্থাগুলি আর কোনো বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিতে পারবে না।