২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাহুলকে সতর্ক করে সমনে স্থগিতাদেশ শীর্ষ কোর্টের

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 24

পুবের কলম ওয়েবডেস্ক: সাভারকারের বিরুদ্ধে মন্তব্য করার দায়ে উত্তরপ্রদেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ফৌজদারি মামলা রুজু হয়েছিল সেই মামলায় সমন জারির বিরুদ্ধে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। ২০২২ সালে ভারত জোড়োযাত্রায় মহারাষ্ট্রে রাহুল এই মন্তব্য করেছিলেন।

 

সেই মন্তব্যকে হাতিয়ার করে উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা নৃপেন্দ্র পাণ্ডে রাহুলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার জেরে লখনউয়ের দায়রা আদালত রাহুলের বিরুদ্ধে সমন জারি করে।

আরও পড়ুন: ওবিসি তালিকা ইস্যুতে হাই কোর্টের স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, প্রধান বিচারপতির অনুমতি, শুনানি সোমবার

 

আরও পড়ুন: আদালতের রায় ছাড়া আইএসএল নয় : ফেডারেশন

দায়রা আদালতের বক্তব্য ছিল, সাভারকার ব্রিটিশদের এজেন্ট ছিলেন এবং ব্রিটিশদের থেকে পেনশন পেতেন– এই কথা বলে রাহুল গান্ধী সাভারকারের বিরুদ্ধে জনমনে বিদ্বেষ ছড়িয়েছেন। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন এক ডিভিশন বেঞ্চ বলেছে, রাহুল গান্ধী ওই আবেদনকারীর মামলা চ্যালেঞ্জ করে যে আবেদন সুপ্রিম কোর্টে করেছেন নৃপেন পাণ্ডেকে তার জবাব ১৪ দিনের মধ্যে দিতে হবে। তবে বিচারপতি দত্ত এদিন রাহুলেরও সমালোচনা করে বলেন, এভাবে রাষ্ট্রনেতাদের সম্পর্কে মন্তব্য করা উচিত নয়।

 

মহারাষ্ট্রে সাভারকার জনপ্রিয়। মারাঠিরা তাঁকে ভগবান জ্ঞানে পুজো করেন। সেখানে রাহুল গান্ধি কী করে এমন কথা বললেন। বিচারপতি দত্ত রাহুলের আইনজীবীকে প্রশ্ন করেন, আপনার মক্কেল কি জানেন যে, মহাত্মা গান্ধি পর্যন্ত যখন ভাইসরয় কে সম্বোধন করতেন তখন বলতেন, ইওর ফেথফুল সার্ভেন্ট? তিনি কি জানেন যে, তাঁর ঠাকুমা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই সাভারকারকে স্বাধীনতা সংগ্রামী বলে উল্লেখ করে একজনকে চিঠি লিখেছিলেন?

 

রাহুল গান্ধি সংবিধানের ১৯(১ক) ধারার উল্লেখ করে রেহাই চেয়েছেন বলে তাঁর নামে জারি করা সমনে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং হল। কিন্তু যাঁরা আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন তাঁদের নামে কথা বলার সময়ে রাহুল গান্ধীর মতো নেতাদের সতর্ক থাকতে হবে। চার সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাহুলকে সতর্ক করে সমনে স্থগিতাদেশ শীর্ষ কোর্টের

আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: সাভারকারের বিরুদ্ধে মন্তব্য করার দায়ে উত্তরপ্রদেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ফৌজদারি মামলা রুজু হয়েছিল সেই মামলায় সমন জারির বিরুদ্ধে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। ২০২২ সালে ভারত জোড়োযাত্রায় মহারাষ্ট্রে রাহুল এই মন্তব্য করেছিলেন।

 

সেই মন্তব্যকে হাতিয়ার করে উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা নৃপেন্দ্র পাণ্ডে রাহুলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার জেরে লখনউয়ের দায়রা আদালত রাহুলের বিরুদ্ধে সমন জারি করে।

আরও পড়ুন: ওবিসি তালিকা ইস্যুতে হাই কোর্টের স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, প্রধান বিচারপতির অনুমতি, শুনানি সোমবার

 

আরও পড়ুন: আদালতের রায় ছাড়া আইএসএল নয় : ফেডারেশন

দায়রা আদালতের বক্তব্য ছিল, সাভারকার ব্রিটিশদের এজেন্ট ছিলেন এবং ব্রিটিশদের থেকে পেনশন পেতেন– এই কথা বলে রাহুল গান্ধী সাভারকারের বিরুদ্ধে জনমনে বিদ্বেষ ছড়িয়েছেন। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন এক ডিভিশন বেঞ্চ বলেছে, রাহুল গান্ধী ওই আবেদনকারীর মামলা চ্যালেঞ্জ করে যে আবেদন সুপ্রিম কোর্টে করেছেন নৃপেন পাণ্ডেকে তার জবাব ১৪ দিনের মধ্যে দিতে হবে। তবে বিচারপতি দত্ত এদিন রাহুলেরও সমালোচনা করে বলেন, এভাবে রাষ্ট্রনেতাদের সম্পর্কে মন্তব্য করা উচিত নয়।

 

মহারাষ্ট্রে সাভারকার জনপ্রিয়। মারাঠিরা তাঁকে ভগবান জ্ঞানে পুজো করেন। সেখানে রাহুল গান্ধি কী করে এমন কথা বললেন। বিচারপতি দত্ত রাহুলের আইনজীবীকে প্রশ্ন করেন, আপনার মক্কেল কি জানেন যে, মহাত্মা গান্ধি পর্যন্ত যখন ভাইসরয় কে সম্বোধন করতেন তখন বলতেন, ইওর ফেথফুল সার্ভেন্ট? তিনি কি জানেন যে, তাঁর ঠাকুমা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই সাভারকারকে স্বাধীনতা সংগ্রামী বলে উল্লেখ করে একজনকে চিঠি লিখেছিলেন?

 

রাহুল গান্ধি সংবিধানের ১৯(১ক) ধারার উল্লেখ করে রেহাই চেয়েছেন বলে তাঁর নামে জারি করা সমনে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং হল। কিন্তু যাঁরা আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন তাঁদের নামে কথা বলার সময়ে রাহুল গান্ধীর মতো নেতাদের সতর্ক থাকতে হবে। চার সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে।