পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিমো স্বস্তি রাহুল গান্ধির। ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে বিরোধী দলনেতার মন্তব্য মামলায় রাহুল গান্ধির বিরুদ্ধে ট্রায়াল কোর্টের কার্যক্রমের উপর স্থগিতাদেশ স্থগিত রাখার মেয়াদ বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, ২০২২ সালের ভারত জোড়ো যাত্রার সময় ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠে কংগ্রেস নেতার বিরুদ্ধে। তারপরই মামলা দায়ের হয় রাহুলের বিরুদ্ধে। এদিন মামলার শুনানিতে কংগ্রেস নেতার বিরুদ্ধে কার্যক্রম স্থগিতের অন্তর্বর্তীকালীন আদেশ ৪ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি এম এম সুন্দরেশ এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই মামলার শুনানি স্থগিত করে দেয়। প্রসঙ্গত, ২৯ মে এলাহাবাদ হাইকোর্ট মামলায় ট্রায়াল কোর্টের তলবের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করেন রাহুল।






























