পুবের কলম প্রতিবেদক: রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ মামলা নিয়ে সর্বোচ্চ আদালতের উল্লেখযোগ্য পর্যবেক্ষণ হয় সোমবার (Supreme Court on VC Appointment)। রাজ্যের ১৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য বিচারপতি ইউইউ ললিতের তরফে নামের রেকমেন্ডেশন দেওয়া হয়েছে। এর মধ্যে ১২টি নামে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। ৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ নিয়ে দু’টি পৃথক রেকমেন্ডেশনের তালিকা দিয়েছে ইউইউ ললিতের সার্চ কমিটি। রাজ্যের তরফে আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, কোচবিহারের উপাচার্য নিয়োগের জন্য সর্বোচ্চ আদালত নির্দেশ দিলেও উপাচার্য নিয়োগ করেননি এখনও আচার্য।
আরও পড়ুন: Karnataka caste census: কর্নাটকে জাতসমীক্ষা শুরু হল
দীর্ঘদিন ধরে রাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এখন বাকী রয়েছে (Supreme Court on VC Appointment)। সুপ্রিম কোর্টের কমিটির মাধ্যমে ওই বিশ্ববিদ্যালয়গুলিতে শীঘ্রই উপাচার্য নিয়োগের প্রয়াস চলছে। নানা জটিলতার কারণে উপাচার্য নিয়োগ আটকে থাকায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অ্যাকাডেমিক নানা বিষয়ে সমস্য হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মতো কেরালাতেও উপাচার্য নিয়োগ নিয়ে সরকার বনাম রাজ্যপালের সংঘাত তুঙ্গে। এই প্রেক্ষাপটে আদালত দ্বারা বিশেষ কমিটির গঠিত। ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর সুপারিশ করা নামের তালিকা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পছন্দের প্রার্থী চিহ্নিত করার নির্দেশ আদালতের। অ্যাটর্নি জেনারেল এদিন বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি কেবি বিশ্বনাথন-এর ডিভিশন বেঞ্চকে জানান, আদালতের উপরোক্ত নির্দেশের পর অন্য একটি বেঞ্চ আলাদা একটি আবেদনে জানিয়েছে, উপাচার্য নিয়োগ করার অধিকার রাজ্যপালের। ফলে উপাচার্য নিয়োগের কর্তৃত্ব কার, তার ফয়সালা হওয়া জরুরী।




































