আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবির মামলা দ্রুত শোনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

- আপডেট : ২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 28
পুবের কলম ওয়েবডেস্ক : বীরভূমের আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবি, তাঁর স্বামী দানিশ শেখ ও আট বছরের সন্তানকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। বাংলায় কথা বলার জন্য বিএসএফ তাদের বাংলাদেশে ‘পুশব্যাক’ করেছিল। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে তাদের আটক করা হয়।
গত ১৮ই জুনে দিল্লি পুলিশ তাদের আটক করেছিল। দীর্ঘদিন ধরে দিল্লিতে পরিচারিকা ও কাগজকুড়োনোর কাজ করছিলেন তারা। এই অভিযোগে দায়ের করা মামলাটি প্রথমে দিল্লি আদালতে করা হলেও তা খারিজ হয়ে যায়। তারপরে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের সহায়তায় কলকাতা হাই কোর্টে মামলাটি আবার পুনরায় দায়ের করা হয়। এরপরে কলকাতা হাই কোর্টকে মামলাটি দ্রুত শোনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ জানিয়েছে, মামলাটি শুনতে কোথাও কোন বাধা নেই তাই যত তাড়াতাড়ি সম্ভব শুনানি হওয়া দরকার। আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের শ্রমিকরা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্যই দেশের বিভিন্ন জায়গায় আটক হচ্ছেন। তিনি আরও বলেন, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন। কখনই কাউকে এভাবে জোর করে ফেরত পাঠানো যায় না।
তবে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন। তিনি বলেন, বিদেশি আইন মেনেই কিন্তু সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই শুনানিতে বিচারপতি কান্ত অবশ্য মন্তব্য করে বলেছেন, সীমান্তে জোর করে প্রবেশের চেষ্টা করলে ফিরিয়ে দেওয়া যেতেই পারে। কিন্তু দেশে প্রবেশের পর যাঁদের বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে, তাঁদের সর্বপ্রথম নাগরিকত্বের প্রমাণ দিতে হবে।