নির্দিষ্ট সময়ের মধ্যেই ওয়াকফ সম্পত্তির তথ্য নথিভুক্তের নির্দেশ, সময়সীমা বাড়ানো হবে না: বললো সুপ্রিম কোর্ট
- আপডেট : ১ ডিসেম্বর ২০২৫, সোমবার
- / 30
পুবের কলম, ওয়েবডেস্ক: ওয়াকফ সম্পত্তির সব বিবরণ কেন্দ্রের ‘উমিদ’ পোর্টালে আপলোড করতে ছ’মাস সময়সীমা বাড়ানোর যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে—সময়সীমা আর বাড়ানো হবে না। তবে বেঞ্চ জানিয়েছে, কোনও ক্ষেত্রে প্রযুক্তিগত বা বাস্তব সমস্যার জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ওয়াকফ ট্রাইবুনালে পৃথকভাবে আবেদন করা যাবে। ট্রাইবুনাল প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নেবে।
গত ৬ জুন কেন্দ্র নির্দেশিকা জারি করে জানায়, দেশের সব ওয়াকফ সম্পত্তির তথ্য ছ’মাসের মধ্যে ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই সময়সীমা শেষ হচ্ছে ৫ ডিসেম্বর। আবেদনকারীর আইনজীবী কপিল সিব্বল যুক্তি দেন, ছ’মাস সময় খুবই কম এবং অনেকেই এই প্রক্রিয়া সম্পর্কে অবগত নন। তবে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আইন অনুসারে ট্রাইবুনালে আবেদন করেই সমাধান চাইতে হবে।
বেঞ্চ স্পষ্ট জানায়, “ওয়াকফ আইন আমরা নতুন করে লিখতে পারি না। প্রয়োগ হতে দিন।” ফলে ৫ ডিসেম্বরের মধ্যেই সব ওয়াকফ সম্পত্তির তথ্য নথিভুক্ত করা বাধ্যতামূলক। উল্লেখ্য, সম্প্রতি লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়া সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও—কেন্দ্রীয় নিয়ম মেনে চলতে ইতিমধ্যেই রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা দফতর নির্দেশ পাঠিয়েছে সব জেলাশাসককে।






























