আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে সাধারণ মানুষের সমস্যা শুনলেন মন্ত্রী স্বপন দেবনাথ

- আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 61
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : পাড়ার মানুষের সমস্যা সমাধানে পাশে এসে দাঁড়িয়েছে সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ভাবনা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে সারা রাজ্যের প্রতিটা বুথে। যেখানে মানুষের সমস্যা শুনছেন জন প্রতিনিধিরা।
আর বৃহস্পতিবার জয়নগর দু নম্বর ব্লকের গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের মোল্লারচকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এসে সাধারণ মানুষের সমস্যা শুনলেন রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ও মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার।
এই উপলক্ষে একটি অনুষ্ঠানে মন্ত্রী ও বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন জয়নগর দু নম্বর বিডিও মনোজিত বসু, জয়েন্ট বিডিও কৌশিক সাহা,জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল, জয়নগর দু’নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সেলিম শেখ, শিক্ষক শাহাবুদ্দিন শেখ,স্থানীয় পঞ্চায়েত প্রধান সালমা মোল্লা,জয়নগর দু নম্বর ব্লকের কনভেনার জান্নাত হোসেন মোল্লা সহ আরো অনেকে।