ব্যাট হাতে আবুধাবিতে ফের হযরতউল্লাহ জাজাই ঝড়
- আপডেট : ২৮ নভেম্বর ২০২১, রবিবার
- / 29
Hazratullah Zazai top scored for Bangla Tigers in their nine-wicket win over Deccan Gladiators in the Abu Dhabi T10 at Zayed Cricket stadium on Thursday, November 25, 2021. – Abu Dhabi T10
পুবের কলম ওয়েবডেস্ক : পুবের কলম ওয়েবডেস্ক : টি-১০ লিগে দারুণ পারফরম্যান্স করছে বাংলা টাইগার্স। টানা পাঁচ ম্যাচ জিতে প্লে-অফের পথে এক পা দিয়ে রেখেছে ফাফ ডু প্লেসির দল।
শেষ ম্যাচে চেন্নাই ব্রেভসের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলা টাইগার্স। আগে ব্যাট করা চেন্নাইয়ের সংগ্রহ ছিল ৮৯ রান। জবাবে ৫.৫ ওভারেই জিতে নিয়েছে বাংলা টাইগার্স।
ব্যাট হাতে মূলত ঝড়টা তুলেছেন আফগানিস্তানের বাঁহাতি ওপেনার হযরতউল্লাহ জাজাই। দুর্দান্ত ফর্মে থাকা এ আফগানের ব্যাট থেকে এসেছে মাত্র ১৬ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস। যেখানে ছিল দুই চার ও পাঁচটি ছক্কার মার।
আর এক ওপেনার জনসন চার্লস ১৫ বল খেলে ৩০ রান করেন। তিন নম্বরে নামা উইল জ্যাকস ছক্কা হাঁকিয়ে শেষ করেন ম্যাচ। এর আগে চেন্নাই ব্রেভসের পক্ষে ১৭ বলে ৩২ রান করেন আফগানিস্তানের আরও এক মারকুটে ব্যাটার মুহাম্মদ শাহজাদ। মার্ক দেয়াল ২৮ রান করতে খেলেন ২২টি বল।





























